Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে একই পরিবারের ৭ জনের মৃতদেহ উদ্ধার


৩১ জুলাই ২০১৮ ১৩:৪৩

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ভারতের ঝাড়খন্ডে দুই শিশুসহ একই পরিবারের সাত সদস্যের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ জুলাই) প্রদেশটির  রাঁচিতে একটি একতলা বাড়ি থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ১৫ পাতা ও ২ পাতার দুইটি সুসাইড নোট পাওয়া গেছে। তবে তাতে কি লেখা আছে তা জানাতে রাজি হয়নি পুলিশ।

নিহতরা হলেন, অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারী শশী কুমার ঝাঁ (৬৫), তার স্ত্রী গায়াত্রী দেবী (৬০)। তাদের দুই ছেলে দীপক ঝাঁ (৪০) ও রুপেশ ঝাঁ (৩৯)। বাকিরা হলেন দীপকের স্ত্রী সোনি ঝাঁ (৩৮) ও তাদের  এক বছরের ছেলে জাগু ও ছয় বছরের মেয়ে দৃষ্টি।

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে দুই ভাই দীপক ও রুপেশ পরিবারের সবাইকে হত্যা করে নিজেরাও আত্মহত্যা করেন। দুই ছেলের লাশ বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। বাকিদের লাশ একটি কক্ষে কম্বল দিয়ে জড়ানো ছিল।

রাঁচির পুলিশ কর্মকর্তা অনীশ গুপ্তা জানান, মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হাসপাতালের রিপোর্ট পাওয়ার পর মূল ঘটনা স্পষ্ট হবে।

প্রতিবেশীরা জানায় দীপক একটি ওষুধ কোম্পানির বিপণন বিভাগে কাজ করতেন। রুপেশ কাজ করতেন একটি অনলাইন কোম্পানির হয়ে। পরিবারটির অর্থনৈতিক অস্বচ্ছলতা ছিল। এছাড়া ব্যাংকের ২০ লাখ টাকা ঋণ ও ছেলে জাগুর চিকিৎসা খরচ মেটাতো পরিবারটি হিমশিম খাচ্ছিলো।

সারাবাংলা/এনএইচ

আত্মহত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর