Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইএলও’র শর্তে সংশোধন হচ্ছে শ্রম আইন


৩১ জুলাই ২০১৮ ১২:৫৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা : আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) শর্ত অনুযায়ী বাংলাদেশের শ্রম আইন সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। তিনি জানান, একই শর্তে নতুন করে তৈরি করা হচ্ছে ইপিজেড শ্রম আইন।

মঙ্গলবার (৩১ জুলাই) শ্রম মন্ত্রণালয়ে শিওর ক্যাশের সঙ্গে মন্ত্রণালয়ের এক চুক্তি সই অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মুজিবুল হক চুন্নু বলেন, আইনদুটির খসড়া চূড়ান্ত করা হয়েছে। আগস্ট মাসের মন্ত্রিপরিষদ বৈঠকে আইনদুটি উপস্থাপন করা হবে এবং আগামী সংসদ অধিবেশনেই এটি পাশ করা হবে।

আইন দুটি পাশ হলে শুধু ইপিজেড নয় সব কল কারখানায় শ্রমিক সংগঠন গঠন প্রক্রিয়া সহজতর হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

চুক্তি সম্পর্কে মুজিবুল হক চুন্নু বলেন, শ্রমিক কল্যান ফাউন্ডেশনের টাকা শ্রমিকদের কাছে সরাসরি পৌঁছানোর জন্য এই চুক্তি হয়েছে। শ্রম মন্ত্রণালয় যেসব কৃষক বজ্রপাতে মারা যায় তাদের অনুদান দেবে। এই শিওর ক্যাশের মাধ্যমে শ্রমিকরা এবং তাদের পরিবারগুলো এখন এই টাকা সরাসরি পাবে।

একই সঙ্গে শ্রম মন্ত্রণালয়ের আরেকটি অনুষ্ঠানে বহুজাতিক প্রতিষ্ঠান ম্যারিকো বাংলাদেশ লিমিটেড তাদের গত বছরের লভ্যাংশের এক কোটি ১৮ লাখ ৯১৮ টাকার একটি চেক প্রতিমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

সারাবাংলা/এএইচএইচ/এসএমএন

শ্রম আইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর