Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক শুনানি চলছে


২৭ ডিসেম্বর ২০১৭ ১২:৩৯ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৭ ১৪:৫১

ঢাকা : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক শুনানি শুরু হয়েছে। এদিন বুধবার সকাল ১১টা ১৫ মিনিটে দুই মামলার হাজিরা দিতে আদালতে উপস্থিত হন খালেদা জিয়া।

অ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খান ১১.২০ মিনিটে এ মামলায় যুক্তিতর্ক শুরু করেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ অ্যাকাউন্ট খুলেছেন, টাকা উত্তোলন করেছেন তা কেউ দেখাতে পারেনি।  এক মামলায় একতরফাভাবে রেকর্ড যোগ্য নয় সেটাও দেখানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

ঢাকার বিশেষ জজ ড. মো.আখতারুজ্জামানের আদালতে খালেদার পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খান এ যুক্তিতর্ক তুলে ধরছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত আছেন, দুদুকের পক্ষে অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল, মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু।

খালেদার পক্ষের আইনজীবীদের মধ্যে উপস্থিত আছেন অ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খান, খন্দকার মাহবুব হোসেন, সুপ্রীমকোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সেক্রেটারি মাহবুব উদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়াসহ আরও অনেকে।

খালেদা জিয়া ছাড়া অরফানেজ ট্রাস্ট মামলায় অভিযুক্ত অপর তিন আসামি হলেন- খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। হারিছ চৌধুরী মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন।

সারাবাংলা/এআই/টিএম

খালেদা জিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর