Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কুলে যাওয়ার পথে ধর্ষণ, দুই বখাটে পলাতক


৩১ জুলাই ২০১৮ ১১:৫৪

।। স্টাফ করেসপন্ডেন্ট ।

রাজধানীর তুরাগে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে পলাতক দুই অভিযুক্ত।

সোমবার (৩০ জুলাই) সকালের দিকে এই ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, ওই স্কুলছাত্রী তার পরিবারের সঙ্গে তুরাগের একটি এলাকায় ভাড়া বাসায় থাকে। স্থানীয় স্কুলে ষষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করে সে।

শিশুটির পরিবারের বরাত দিয়ে এসআই জানান, সকালে স্কুলে যাওয়ার পথে স্থানীয়ভাবে বখাটে হিসেবে পরিচিত ২০/২২ বছর বয়সী ফয়সাল ও তার বন্ধু তপু মিলে তাকে তপুদের ভাড়া বাসায় নিয়ে যায়। পরে সেখানে তারা দুইজনে স্কুলছাত্রীটিকে ধর্ষণ করে।

পরে ঘটনা সম্পর্কে জানতে পেরে নির্যাতিত ছাত্রীর মা নিজেই বাদী হয়ে তুরাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। তবে ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই মামলার দুই আসামি ফয়সাল ও তপু পলাতক। তাদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান এসআই মিজানুর রহমান।

সারাবাংলা/এসএমএন

ধর্ষণ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর