Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদালতে কড়া নিরাপত্তা, হাজির হতে পারেন খালেদা


৩১ জুলাই ২০১৮ ১১:৩৮ | আপডেট: ৩১ জুলাই ২০১৮ ১৩:০০

।। স্টাফ করেসপন্ডেন্ট ।। 

ঢাকা:জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তিতর্কের শুনানিতে রাজধানীর বকশিবাজারের বিশেষ আদালতে আজ হাজির হতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার ( ৩১ জুলাই) সকাল থেকেই পুরান ঢাকার  নাজিমউদ্দিন রোডের বিশেষ কারাগার ও বকশিবাজার আদালতের নিরাপত্তা বাড়ানো হয়েছে। কারাগার এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।

এছাড়া, বকশিবাজারের আদালত ও এর আশপাশে নিরাপত্তা কর্মী বাড়ানো হয়েছে। এজলাসে আইনজীবী ও সাংবাদিকদের প্রবেশে রয়েছে কড়া নজরদারি। মোবাইল ফোন সহ কোন ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, কারাগারের ভেতরে গেছেন আইজি প্রিজন। খালেদা জিয়াকে আজ আদালতে নেওয়া হতে পারে।

এদিকে, খালেদা জিয়া আইনজীবী সানাউল্লাহ মিয়া সারাবাংলাকে বলেন, সকাল ১১ টায় আদালতে শুনানি হওয়ার কথা থাকলেও এখনও কোর্ট বসেনি। খালেদা জিয়া আসবেন কিনা জানিনা। কেউ কিছু বলছে না। আমরা অপেক্ষা করছি।

এর আগে, গত ১৭ জুলাই মামলাটির যুক্তিতর্ক শুনানির জন্য দিন ঠিক ছিল। তবে, খালেদা জিয়া অসুস্থ থাকায় তাকে আদালতে উপস্থিত করেনি কারা কর্তৃপক্ষ। এদিন, খালেদার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। শুনানি শেষে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান ২৪ জুলাই পর্যন্ত খালেদার জামিন বাড়ান। পরে তা ৩১ জুলাই পর্যন্ত মেয়াদ জামিনের মেয়াদ বাড়ান আদালত।

চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় মোট আসামি চারজন। খালেদা ছাড়া অভিযুক্ত অন্য তিন আসামি হলেন- খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লিউটিএ-এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

বিজ্ঞাপন

এ মামলায় সাক্ষ্য দিয়েছেন মোট ৩২ জন সাক্ষী। ২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।

মামলাটিতে খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে ২০১৪ সালের ১৯ মার্চ তৎকালীন বিচারক বাসুদেব রায় অভিযোগ গঠন করেন।

সারাবাংলা/ এজেডকে/ এআই/জেডএফ

খালেদা জিয়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর