ঢাবি ডিবেটিং সোসাইটির সভাপতি রাকিব, সম্পাদক আব্দুল্লাহ
৩০ জুলাই ২০১৮ ১৯:০০ | আপডেট: ৩০ জুলাই ২০১৮ ১৯:০১
।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট।।
ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি নির্বাচিত হয়েছেন এস এম রাকিব সিরাজী এবং সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ আল-মুতি আসাদ।
আজ সোমবার (৩০ জুলাই) দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর সাড়ে তিনটায় ফলাফল ঘোষণা করা হয়। ভোটগ্রহণ থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত সেখানে নির্বাচনি পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ডিবেটিং সোসাইটির সমন্বয়ক মাহবুবা নাসরিন।
নির্বাচনে রাকিব মোট ১৮টি ভোটের মধ্যে ১৩টি ভোট পেয়ে সভাপতি এবং আব্দুল্লাহ আসাদ ১৮ ভোটের মধ্যে ১১ টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রাকিব ঢাবির আরবী বিভাগ এবং আসাদ আইন বিভাগের চতু্র্থ বর্ষের ছাত্র। ফলাফল ঘোষণা শেষে শিক্ষার্থীরা একটি আনন্দ মিছিল বের করে।
সারাবাংলা/কেকে/এমআই