পাওনা টাকা চাওয়ায় প্রাণ গেল রিকশাচালকের
৩০ জুলাই ২০১৮ ১৬:৫৯ | আপডেট: ৩০ জুলাই ২০১৮ ২০:৫১
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: রাজধানীর মিরপুর পাইকপাড়ায় ছুরিকাঘাতে মিঠু (৩০) নামে এক রিকশাচালক খুন হয়েছেন।
রোববার (৩০ জুলাই) রাত ১০টার দিকে ঘটনাটি ঘটে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দাদন ফকির জানায়, মিঠু রিক্সাচালক ছিলেন। মিরপুর পাইকপাড়া এলাকাতে থাকতেন। একই এলাকার রবিউল ইসলাম (৩০) নামে একজনের কাছে চারশ টাকা পেতেন।
গত রাতে মধ্য রবিউলের কাছে নিজের পাওনা টাকা চান মিঠু। কিন্তু টাকা দিতে অস্বীকার করে রবিউল। একপর্যায়ে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে রবিউল তার কাছে থাকা ছুরি মিঠুর পেটে ঢুকিয়ে দেয়। এতে ঘটনাস্থলে মিঠু মারা যায়।
ওসি দাদন ফকির আরও জানায়, রবিউলকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
সারাবাংলা/এসএসআর/একে