খন্দকার মোশাররফসহ ৩ জনের বিচার শুরু
৩০ জুলাই ২০১৮ ১৬:৫৫ | আপডেট: ৩০ জুলাই ২০১৮ ১৭:০৭
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকাঃ অর্থ আত্মসাতের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (৩০ জুলাই) দুপুরে ঢাকার ১ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আতাউর রহমান আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে বিচার শুরুর আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৯ আগস্ট মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ঠিক করেছেন আদালত।
অভিযুক্ত অপর দুই আসামি হলেন, মোশাররফ হোসেনের ছেলে খন্দকার মাহবুব হোসেন ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক লাইন ডাইরেক্টর ডা. মাহবুবুর রহমান।
এদিন ওই তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।
গত ২২ জুলাই আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা অব্যাহতি চেয়ে শুনানি করেন। ওইদিন শুনানি শেষে আদালত আদেশের জন্য আজ সোমবার দিন ঠিক করে দেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, পরস্পর যোগসাজসে আসামিরা ক্ষমতার অপব্যবহার করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন ও বিশ্বব্যাংকের প্রকল্পভূক্ত বিদেশে গমনেচ্ছু কর্মকর্তা/কর্মচারীদের বিমানের টিকেট সরবরাহের বিষয়ে প্রতারণা, জালিয়াতি ও অস্বচ্ছ প্রক্রিয়ায় সাজানো টেন্ডারের মাধ্যমে সরকারের ৪৮ লাখ ৫১ হাজার ৮০ টাকা ক্ষতি করে নিজেরা লাভবান হন।
ওই ঘটনায় দুদকের উপ-পরিচালক লুৎফর রহমান ২০০৮ সালের ১ সেপ্টেম্বর মামলাটি দায়ের করেন।
সারাবাংলা/এআই/জেডএফ