আদালতে খালেদা জিয়া
২৭ ডিসেম্বর ২০১৭ ১১:২১ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৭ ১২:৩৯
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার পক্ষে বাকি যুক্তিতর্ক শুনানি বুধবার। এ শুনানিতে অংশ নিতে বুধবার সকাল ১১ টা ১৫ মিনিটে বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামানের আদালতে হাজির হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
এর আগে মঙ্গলবার সকালে এ মামলায় হাজিরা দিতে আদালতে যান তিনি। এরপর তার আইনজীবী আব্দুর রেজ্জাক খান ১১ টা ৩০ মিনিট এ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় যুক্তিতর্ক শুরু করেন। বিকেল ৪টার দিকে মঙ্গলবারের মতো যুক্তিতর্ক শেষ হয়।
এ মামলায় দুদকের যুক্তিতর্ক উপস্থাপন আগেই শেষ হয়েছে। এরপর গত ২৪ ডিসেম্বর খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক শুনানি উপস্থাপন শুরু হয়।
সারাবাংলা/এআই/টিএম/একে