Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদ্রিদে বৃহত্তর সিলেট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত


৩০ জুলাই ২০১৮ ১৫:০৭

।। কবির আল মাহমুদ ।।

মাদ্রিদ, স্পেন: স্পেনের রাজধানী মাদ্রিদে আঞ্চলিক সংগঠন বৃহত্তর সিলেট অ্যাসোসিয়েশনের এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ জুলাই) বাংলাদেশ অ্যাসোসিয়েশনের হলরুমে প্রায় তিন শতাধিক স্পেনে বসবাসরত সিলেট প্রবাসী এই সভায় অংশ নেন।

বৃহত্তর সিলেট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ লুৎফুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায়, আসন্ন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদে আল মামুনের প্রার্থিতা চূড়ান্ত করা হয়। তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন ও গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আলোচনায় বক্তারা সভাপতি পদে আল মামুন কে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করার পাশাপাশি আগামীতে সিলেটের সম্প্রীতি, ভ্রাতৃত্ব, বন্ধন আরও মজবুত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং অতীতের মতো ভবিষ্যতে আরও ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে চলার আহবান জানান। সভাপতি প্রার্থী আল মামুন প্রবাসী সিলেটবাসীর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতার কথা ব্যক্ত করে দেশের জন্য কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

এছাড়া, সভায় বাৎসরিক বনভোজন নিয়ে আলোচনা করা হয়।

গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন পঙ্কির পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন সিলেটের প্রবীণ মুরব্বি আবুল খায়ের, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আল মামুন, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আব্দুল মুন্তাকিম মুজ্জাক্কির, উপদেষ্টা দবির তালুকদার, ইসলাম উদ্দিন, এনাম আহমেদ, গ্রেটার সিলেটের সিনিয়র সহ-সভাপতি শ্যামল তালুকদার, সহ-সভাপতি বেলাল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক সিপার আহমেদ, কমিউনিটি নেতা আব্দুর রহমান, শাহ জামাল, আফসার উদ্দিন লিলু, হাবিবুর রহমান হাবিব, আবদুল কাইয়ুম সেলিম, খল্কু কামাল, সুহেল আহমেদ সামসু প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএইচ

আরও পড়ুন,

মাদ্রিদে মেজবান

প্রবাসী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর