Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাছের সঙ্গে ধাক্কায় উল্টে গেল বাস, নিহত ৩


২৭ ডিসেম্বর ২০১৭ ১০:৩০ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৬:৫৬

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট, বগুড়া

বগুড়ার দেউলিতে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন বেশকয়েকজন।

শিবগঞ্জ থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী সাদ্দাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। গাছের সঙ্গে ধাক্কা লাগার পর বাসটি উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে এক নারীসহ তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে দুজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানান ওসি। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

সারাবাংলা/টিএম/একে

সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর