Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালের পরিস্থিতি খারাপ ছিল: রিটার্নিং কর্মকর্তা


৩০ জুলাই ২০১৮ ১৩:০২

।। গোলাম সামদানী, স্পেশাল করেসপন্ডেন্ট।।

বরিশাল থেকে : বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণে সকালের চিত্র সুখকর ছিল না বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মজিবর রহমান। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতিও স্বাভাবিক হয়ে আসছে বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার (৩০ জুলাই) দুপুরে সাংবাদিকদের এ সব কথা বলেন রিটার্নিং কর্মকর্তা।

মোহাম্মদ মজিবর রহমান বলেন, ‘নির্বাচনের সকালের চিত্র সুখকর নয়। সকালে পরিস্থিতি বেশি খারাপ ছিল। এখন কিছুটা স্বাভাবিক। আমরা বেশকিছু কেন্দ্রে অনিয়মের অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আমি কয়েকজন প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতি এখন স্বাভাবিকের দিকে যাচ্ছে। আমি নিজে দুইটি কেন্দ্র পরিদর্শন করেছি।’

কী ধরনের অনিয়মের অভিযোগ পেয়েছেন জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘প্রার্থীর এজেন্টদেরদের করে দেওয়া, একটি দলের সমর্থকদের অবাধে ভোট কেন্দ্রে প্রবেশের অভিযোগ পাওয়া গেছে।’

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়েই দেখা হয়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মেয়র প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম আজাদের সঙ্গে। তিনি সারাবাংলাকে বলেন, ‘আমি ভোট বন্ধের দাবি জানাতে এখানে এসেছি। কোথাও ভোটের সুষ্ঠু পরিবেশ নেই। প্রতিটি কেন্দ্রেই চুরি এবং ডাকাতি হচ্ছে। আমি লিখিত অভিযোগ দিয়েছি।’

বিভিন্ন কেন্দ্রে কমিউনিস্ট পার্টির কর্মী-সমর্থকরা ভোট দিতে গেলে তাদের হাত থেকে মেয়র প্রার্থীর স্লিপ কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেন আবুল কালাম আজাদ। তার বদলে নৌকা প্রতীকের প্রার্থীর ভোট দিয়ে দেওয়া হচ্ছে। তাই এই ভোট বন্ধের দাবি জানান তিনি।

বিজ্ঞাপন

এর কিছুক্ষণ পরেই বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন।

সকাল থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠলেও দলটির মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এসবকে অপপ্রচার বলে অভিহিত করেছেন। নির্বাচন সুষ্ঠু হচ্ছে দাবি করে তিনি জয়ের ব্যাপারেও আশা প্রকাশ করেছেন।

সারাবাংলা/জিএস/এসএমএন

আরও পড়ুন

বরিশাল শান্ত, ভয় তবুও পুলিশে
সিলেটে নির্বাচনী সামগ্রী বিতরণে বিলম্ব, ক্ষোভ বিএনপির
মর্যাদার লড়াই লিটনের, হারানোর কিছু নেই বুলবুলের
পূণ্যভূমিতে উড়বে নৌকার বিজয় পতাকা: কামরান
তিন সিটিতে ভোট চলছে
মাঠে দেখা যাচ্ছে না বিএনপি নেতাকর্মীদের
নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে অপপ্রচার চলছে
নির্বাচন সুষ্ঠু হচ্ছে, জয় নিয়ে আশাবাদী কামরান
এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ মজিবুর রহমানের
জয়ের ব্যাপারে শতভাগের কাছাকাছি নিশ্চিত
বরিশালে বিএনপির ভোট বর্জন
ডা. মনীষার ওপর চড়াওয়ের অভিযোগ
এজেন্টকে বের করে দিয়ে কেন্দ্র দখল

বরিশাল সিটি করপোরেশন নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর