বাস চাপায় মৃত্যু: শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের বাধা
৩০ জুলাই ২০১৮ ১০:২৪ | আপডেট: ৩০ জুলাই ২০১৮ ১৩:৩২
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: কুর্মিটোলায় বাস চাপায় শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। সোমবার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা কলেজের সামনের রাস্তায় মানববন্ধন করতে গেলে পুলিশ তাদের সরিয়ে দেয়।
এসময় শিক্ষার্থীদের রাস্তায় দাঁড়াতেও দেয়নি পুলিশ সদস্যরা।
গতকাল রোববার (২৯ জুলাই কুর্মিটোলায় বাস চাপায় শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এতে আহত হয়েছিলেন আরও বেশ কয়েকজন।
আরও পড়ুন: কুর্মিটোলায় বাস চাপায় ২ শিক্ষার্থীর মৃত্যু, গাড়ি ভাঙচুর-অবরোধ
সারাবাংলা/ইউজে/এমও