জয়ের ব্যাপারে শতভাগের কাছাকাছি নিশ্চিত: খায়রুজ্জামান লিটন
৩০ জুলাই ২০১৮ ০৮:৪৮ | আপডেট: ৩০ জুলাই ২০১৮ ১২:৪০
।। নৃপেন রায়, সিনিয়র করেসপন্ডেন্ট ।।
রাজশাহী থেকে: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ না হলেও শতভাগের কাছকাছি নিশ্চিত নৌকার প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। সোমবার (৩০ জুলাই) সকাল ৮টার দিকে উপ-শহর স্যাটেলাইট স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি এ কথা জানান।
আওয়ামী লীগের এ প্রার্থী বলেন, ‘নির্বাচনে জয়-পরাজয় আছে, যেকোনো ফলাফল আমি মেনে নিতে প্রস্তুত। তবে আমি জয়ের ব্যাপারে শতভাগের কাছকাছি নিশ্চিত। ভোটারদের উৎসাহ-উদ্দীপনা দেখে এ কয়দিনে এটা বুঝতে পেরেছি। রাজশাহীবাসী পরির্বতন চায়।’
কেমন ফলাফল আশা করছেন এমন প্রশ্নে নৌকা প্রতীকের প্রার্থী বলেন, ‘বিজয়ের বিষয়ে শতভাগ আশাবাদী আমি বলব না, তবে শতভাগের কাছাকাছি আমি বলব। কারণ মানুষের মধ্যে যে উৎসাহ দেখছি তাতে আমি মনে করি আমরাই জিতব। আমি আজকে ৭০ থেকে ৭৫ হাজার বা তার চেয়ে বেশি ভোটের ব্যবধানে আমরা জিতবো বলে আশা করছি। কারণ আমি মানুষের মাঝে সেই উচ্ছ্বাস দেখেছি, সেই প্রত্যয় বা সংকল্প দেখেছি। তারা পরিবর্তন চান।’
ভোটের পরিবেশ কেমন এমন প্রশ্নে আওয়ামী লীগ নেতা বলেন, ‘সুষ্ঠু পরিবেশেই ভোট শুরু হয়েছে। আধা ঘণ্টা ভোট হল এখনই বলা যাচ্ছে না শেষ পর্যন্ত কি হয়। তবে ভোটে যেন সুষ্ঠু পরিবেশ বজায়ে থাকে সেজন্য সবাইকে আহ্বান জানাব। নির্বাচনের পরিবেশ উৎসবমুখর। নেতাকর্মীদের মাঝেও উৎসাহ উদ্দীপনা রয়েছে। আশা করি সারাদিনই এমন উৎসবমুখর পরিবেশই ভোট প্রদান চলবে। এখন পর্যন্ত পরিবেশ অনেক ভালো আছে। বিরাজমান শান্তিপূর্ণ পরিবেশ যেন প্রতিপক্ষ নষ্ট করতে না পারে সেদিকে যেন আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী খেয়াল রাখেন।’
সাংবাদিকদের প্রশ্নে লিটন বলেন, ‘নির্বাচনে জয় পরাজয় রয়েছে। ফলাফলটি মহান সৃষ্টিকর্তা জানেন এবং জনগণ জানেন তারা কোন দিকে যাবেন। জয় পরাজয় যেটাই হোক না কেন তা মেনে নেওয়ার সম্পূর্ণ মানসিকতা আমার রয়েছে।’
নেতাকর্মীদের কি বলবেন, এমন প্রশ্নে লিটন বলেন, ‘কেউ যেন অতি উৎসাহী হয়ে কিছু না করেন। প্রতিপক্ষ যেন কোনোভাবে পরিবেশ বিঘ্নিত না করে এ কামনাই আমি করব। আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান করছি।
এর আগে উৎসবমুখর ও শান্তিপুর্ণ পরিবেশে নগরবাসী তাদের নগরপিতা বেছে নিতে ভোট দেওয়া শুরু করেছে। সময় গড়ার সাথে সাথে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি বাড়ছে। নৌকার প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন সকাল ৮টার দিকে উপ-শহর স্যাটেলাইট স্কুল কেন্দ্রেই ভোট দেন। এসময় স্ত্রী শাহীন আক্তার রেণী ও কন্যা আনিকা ফারিহা জামান অর্ণাও তার সঙ্গে ছিলেন।
আরও পড়ুন: পদ্মাপাড়ে ভোটের ঢেউ, নগরপিতা বেছে নেওয়ার অপেক্ষা
সারাবাংলা/এনআর/এমও