Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত


৩০ জুলাই ২০১৮ ০৮:৩৭ | আপডেট: ৩০ জুলাই ২০১৮ ০৯:১৫

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

রাজধানীর মোহাম্মদপুর বসিলা গার্ডেন সিটি এলাকায় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে গাঁজা রাজন (২৫) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। অভিযানে দুই র‌্যাব সদস্য আহত হন। অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে।

রোববার (২৯ জুলাই) দিবাগত রাত পৌনে ২টায়  এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার উপ পরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, বসিলা গার্ডেন সিটি এলাকায় এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পরে আছে এমন সংবাদের ভিত্তিতে সেখান থেকে রাজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। রাত সোয়া ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। র‌্যাব-২ এর সাথে বন্দুকযুদ্ধে তিনি নিহত হন।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএস/এনএইচ

আরও পড়ুন,
মুন্সীগঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ীর মৃত্যু

বন্দুকযুদ্ধ র‍্যাব