Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুদকের মামলায় সোনালী ব্যাংকের জিএম ননী গোপালের ৩ বছরের কারাদণ্ড


২৯ জুলাই ২০১৮ ১৯:০১

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: সম্পদের হিসাব দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার (সাময়িক বরখাস্ত) ননী গোপাল নাথের ৩ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে তাকে।

রোববার (২৯ জুলাই) বিকেলে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামান এ আদেশ দেন। রায়ে অর্থদণ্ডের ১০ লাখ ঢাকা ৬০ দিনের মধ্যে রাষ্ট্রের অনুকূলে আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, দুদকের হাতে আসামি ননী গোপাল নাথের অর্ধেক সম্পদ অর্জনের তথ্য থাকায় ২০১৫ সালের ১ এপ্রিল তাকে সম্পদের হিসাব দাখিলের নোটিশ দেয় দুদক। কিন্তু নোটিশ পেয়েও হিসাব দাখিল না করায় দুদক ২০১৬ সালের ৩১ জানুয়ারি রমনা থানায় মামলাটি দায়ের করে।

মামলাটি তদন্তের পর দুদকের সহকারী পরিচালক মো.  মজিবুল রহমান আদালতে চার্জশিট দাখিল করেন। তবে মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন ননী গোপাল।

উল্লেখ্য, হলমার্ক ঋণ কেলেঙ্কারির ১১টি মামলারও আসামি ননী গোপাল। হলমার্কের ঋণ কেলেঙ্কারির মামলাগুলো দায়ের হওয়ার পর থেকেই তিনি পলাতক।

সারাবাংলা/এআই/টিআর

দুদক ননী গোপাল নাথ সোনালী ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর