‘মনে হচ্ছে হাজার হাজার ফুল ফুটেছে’
২৯ জুলাই ২০১৮ ১৮:৪৯ | আপডেট: ৩০ জুলাই ২০১৮ ০৭:৩৯
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: গার্লস গাইড সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণভবনে স্কাউট ও গার্লস গাইড সদস্যদের নিমন্ত্রণ জানিয়েছিলেন। তারা এসেছিল। আমার মনে হয়েছে তাদের প্রতিও আমার দায়িত্ব আছে। আজকে যারা গণভবনে এসেছে তাদের আমি ধন্যবাদ জানাই। আজ মনে হচ্ছে, গণভবনের বাগানে হাজার হাজার ফুল ফুটেছে।’
বেইলি রোডে অবস্থিত ১০ তলা বিশিষ্ট গার্লস গাইড কার্যালয়ের ফলক উন্মোচন ও শাপলা অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (২৯ জুলাই) এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিভিন্ন জায়গায় গার্লস গাইডের অফিস ভাড়ায় চলছে। আজকে আমরা গার্লস গাইডের ১০ তলা ভবন করে দিয়েছে। আগামীতে গার্লস গাইডের জন্য আরও সুযোগ-সুবিধা বাড়বে।’
তিনি বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি গার্লস গাইডের সদস্যরা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছে। আজকের শিশুরাই আগামীতে দেশের উন্নয়নে অবদান রাখবে। এরকম সমাজসেবামূলক কাজ আরও প্রসারিত হওয়া দরকার বলে আমি মনে করি। এর ফলে সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদকসহ নানা অসামাজিক কর্মকাণ্ড দূর করা সহজ হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যারা শাপলা অ্যাওয়ার্ড পেয়েছে তাদের আমি অভিনন্দন জানাই। স্কাউট-গার্লস গাইডের মতো তরুণ সমাজ দেশ সেবায় সবসময় নিয়োজিত থাক সেটাই আমরা চাই।’
সারাবাংলা/একে