‘হেপাটাইটিস প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে’
২৯ জুলাই ২০১৮ ১৯:০৩ | আপডেট: ২৯ জুলাই ২০১৮ ১৯:০৯
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: হেপাটাইটিস প্রতিরোধে দেশের সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। একই সঙ্গে রোগটি সম্পর্কে যারা সাধারণ মানুষকে সচেতন করে তোলার চেষ্টা করছেন তাদেরও সাধুবাদ জানিয়েছেন তিনি।
রবিবার (২৯ জুলাই) বিকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। ‘ফোরাম ফর দ্যা স্টাডি অব দ্যা লিভার বাংলাদেশ’ নামের এক সংগঠন এই সেমিনারের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘রোগটি সম্পর্কে আমাদের সচেনতনতার অভাব। অামরা হয়তো সচেতন নই। জন্ডিসে যখন প্রথম আক্রান্ত হলে তখনই এটি নিরাময় করা সম্ভব। কিন্তু হেপাটাইটিস-বি পর্যায়ে যখন চলে যায়, তখন আর চেষ্টা করা যায় না।’
যে ওষুধ ৪২ বছর আগে আবিষ্কার হয়েছে, সে সম্পর্কে আমাদের দেশে মানুষের জানা খুব কম উল্লেখ করে তিনি বলেন, ‘এটা কী রকম খরচের তাও বোধহয় আমরা জানি না। আমাদের দেশে সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় বহনের সাধ্য খুব বেশি নয়। কাজেই এ রকম রোগে অনেকেই বিনা চিকিৎসায় মারা যায়।’
তিনি আরও বলেন, ‘আমি আশা করবো লিভার সোসাইটি, তাদের চেষ্টায় মানুষকে সচেতন করা সম্ভব হবে এবং এই সচেতনতার ফলে এ রোগের চিকিৎসা যথাসময়ে নেওয়া যেতে পারে এবং এ রোগে মৃত্যুহার কমানো যেতে পারে। এ উদ্যোগ যারা নেবেন আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। তারা দেশের জন্য যে একটি মহৎ কাজ করছেন এবং এই কাজ যেন সম্পূর্ণ সফল হয়।’
নাট্যব্যক্তিত্ব পীযুষ বন্দোপাধ্যায় বলেন, ‘লিভার সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। হেপাটাইটিস সম্পর্কে আমাদের সবার সচেতন হওয়া উচিৎ।’
এসময় বক্তারা বলেন, ‘এসডিজির একটি লক্ষ্য হেপাটাইটিস বি ও সি নির্মূল করা। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ অবশ্যই হেপাটাইটিস মুক্ত হবে বলে প্রত্যাশা করি।’
বিএসএমএমইউ’র প্রফেসর ড. হারিসুল হকের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্রাকটিশনারিস অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. মনিরুজ্জামান ভুঁইয়া এবং বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ড. রোকেয়া সুলতানা প্রমুখ।
সারাবাংলা/ইএইচটি/এমও