Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক যুবক ও ১০ কিশোর গ্রেফতার, তারা ‘ছিনতাইকারী’


২৯ জুলাই ২০১৮ ১৮:২০ | আপডেট: ২৯ জুলাই ২০১৮ ১৮:২১

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

চট্টগ্রাম ব্যুরো: এক যুবক এবং ১০ কিশোর। কিশোরদের বয়স ১২ থেকে ১৬ বছরের মধ্যে। এই বয়সেই তারা পেশাদার অপরাধী চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ। শনিবার (২৮ জুলাই) রাতে ১১ জনকে গ্রেফতারের পর তাদের কাছ থেকে এসব তথ্য পেয়েছে চট্টগ্রাম নগরীর কোতয়ালী থানা ‍পুলিশ। এসময় তাদের কাছ থেকে দু’টি ধারালো ছোরা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার হওয়া ১১ জন হলেন- মো. মামুন (২২) এবং কিশোর অপরাধী ইউসুফ (১৬), আব্দুল আজিজ (১৪), সোহেল (১৩), আহমেদ (১২), রমজান (১৩), আল আমিন (১২), রমজান (১২), রনি (১২), রায়হান প্রকাশ লালু (১২) ও মনির (১২)।

পুলিশ জানায়, চট্টগ্রাম নগরীর অপেক্ষাকৃত ব্যস্ততম রিয়াজউদ্দিন বাজার ও নিউমার্কেট এলাকায় রিকশাযাত্রীদের ব্যাগ টান দেওয়া, পকেট কেটে মোবাইল-মানিব্যাগ নিয়ে ফেলা এবং ভাসমান মাদক পাচার তাদের কাজ।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন সারাবাংলাকে বলেন, ‘নগরীর তিন পুলের মাথা এলাকায় একটি মোবাইল ছিনতাইয়ের ঘটনায় রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছি। তারা মূলত স্টেশনকেন্দ্রিক কয়েকজন পেশাদার অপরাধী বা সাম্প্রতিক সময়ের আলোচিত বড় ভাইয়ের নিয়ন্ত্রণে বিভিন্ন ধরনের অপরাধ করে।’

‘তাদের নিয়ন্ত্রণকারী এক গডফাদারকে আমরা আটক করতে পেরেছি। এই চক্রে আরও যারা আছে তাদের গ্রেফতারের চেষ্টা করছি’, বলেন ওসি।

মামুন ও ইউসুফের কাছ থেকে দুইটি ছোরা উদ্ধারের কথা জানিয়েছেন ওসি। কিশোর অপরাধীদের নিয়ন্ত্রক মামুনের বিরুদ্ধে চারটি মামলা আছে। এছাড়া গ্রেফতারের পর ১১ জনের বিরুদ্ধে অস্ত্র আইন ও ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দু’টি মামলা দায়ের হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন: আমরা কারও সমালোচনার ধার ধারি না: ডিজি র‌্যাব

সারাবাংলা/আরডি/এমও

চট্টগ্রাম ছিনতাইকারী গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর