Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ


২৯ জুলাই ২০১৮ ১৫:৪৫ | আপডেট: ৩০ জুলাই ২০১৮ ১১:৩৭

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

খাগড়াছড়ি : খাগড়াছড়ির দীঘিনালার নয়মাইল এলাকায় পুনাতি ত্রিপুরা নামের পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। শনিবার(২৮ জুলাই) রাত সাড়ে ১১টায় নয়মাইলের তপন কুমার কার্বারী পাড়া এলাকা থেকে পুলিশ নিহত স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে।

খাগড়াছড়ির পুলিশ সুপার আলী আহমদ খান বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। অপরাধী যে হোক ছাড় দেয়া হবে না।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় পুনাতি ত্রিপুরা মা বাড়ি ফিরে মেয়েকে না পেয়ে স্থানীয়দের সহায়তায় খোঁজাখুঁজি শুরু করেন। রাত সাড়ে ১০টার দিকে বাড়ির নিচে জঙ্গলে পুনাতির লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন তারা। পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে।

পুনাতি ত্রিপুরা হত্যার প্রতিবাদে রোববার সকাল থেকে খাগড়াছড়ি-দীঘিনালা আঞ্চলিক সড়কে গাছের গুড়ি ও ঢাল ফেলে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। বেলা সাড়ে ১২টার দিকে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে দীঘিনালা, সাজেক, বাঘাইছড়ি ও লংগদু রোডে যান চলাচল স্বাভাবিক হয়।

রোববার সকালে খাগড়াছড়ি সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক নয়নময় ত্রিপুরাকে প্রধান করে চার সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে।

সারাবাংলা/এনএইচ

খাগড়াছড়ি ধর্ষণ হত্যা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর