৮০ ভাগ এমপিকে বাদ দেওয়ার পরামর্শ গাফফার চৌধুরীর
২৯ জুলাই ২০১৮ ১৪:৩৯ | আপডেট: ২৯ জুলাই ২০১৮ ১৫:০৩
।।সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: ৮০ ভাগ এমপিকে বাদ দিয়ে আগাামী নির্বাচনে তরুণ ও নতুন মুখ আনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী।
তিনি বলেন, ‘বর্তমানে ৮০ ভাগ এমপি নানা কারণে সমালোচিত হয়েছেন। ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগে সংস্কার দরকার। আবার আওয়ামী লীগের বিকল্প নেই। বিএনপি- জামায়াত ক্ষমতায় এলে রক্তের বন্যা ভেসে যাবে।’
রোববার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর বিজয়নগরে হোটেল ৭১ এ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
আব্দুল গাফফার চৌধুরী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে আধুনিক ও শিক্ষিত তরুণদের মনোনয়ন দিয়ে এমপি নির্বাচিত করতে হবে। আওয়ামী লীগের তিনটি মূল সম্পদ রয়েছে। একটি বঙ্গবন্ধুর মতো লোক আওয়ামী লীগের জন্মদাতা, দুই শেখ হাসিনার নেতৃত্ব ও তিন ৬২ বছরের পুরনো দল।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের অন্তত আরও দুইবার ক্ষমতায় থাকা দরকার। ডিজিটাল বাংলাদেশ গড়তে তরুণ মুখ দরকার। অন্যদিকে সংসদে একটি শক্তিশালী বিরোধীদল দরকার। এ জন্য বিএনপিকে নির্বাচনে আনা দরকার। যদিও আসবে কি না সন্দেহ রয়েছে।’
খালেদা জিয়াকে জেলে রেখে বিএনপি নির্বাচনে যাবে না এক্ষেত্রে আপনার পরামর্শ কি জানতে চাইলে গাফফার চৌধুরী বলেন, ‘খালেদা রাজনৈতিক কারণে জেলে যাননি। তিনি জেলে গেছেন একটি অভিযোগে দণ্ডিত হয়ে। এরপরেও সরকার চাইলে বিশেষ ব্যবস্থা করতে পারেন। তাকে সাবজেলে রেখেও নির্বাচনে সুযোগ দিতে পারেন। এছাড়া খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে নিলেও কোনো সমস্যা ছিল না। কেন নেয়নি, গোয়েন্দা রিপোর্ট কী ছিল তা সরকার ভালো জানে।’
তিনি বলেন, ‘খালেদা জিয়াসহ তারেক রহমান অনেক সুবিধা নিয়েছেন। তারা সুযোগের অসৎ ব্যবহার করেন। তারেক জামিন নিয়ে লন্ডনে গেছেন। তার জামিন অনেক আগে বাতিল হয়েছে। লন্ডনে বসে নানারকম ষড়যন্ত্র করছেন। এত টাকা কোথা থেকে আসছে তা তারাই জানেন।’
৮০ ভাগ এমপি বাদ দেওয়ার পরামর্শ কেন জানতে চাইলে তিনি বলেন, ‘এমপিরা নানা কারণে সমালোচিত হয়েছেন। কেউ দুর্নীতিতে জড়িয়েছেন। কেউ কেউ অঢেল সম্পদের মালিক হয়েছেন। কেউ চাঁদাবাজি করেছেন। কেউ অস্ত্রবাজি করেছেন। তারা এলাকার লোকের সঙ্গে মেশেন নাই। এমপি নির্বাচিত হয়ে একবার ঢাকায় এসেছেন আর যাননি।’
কোন ধরনের লোক মনোনয়ন পাওয়া উচিৎ বলে মনে করেন জানতে চাইলে গাফফার চৌধুরী বলেন, ‘ভালো, শিক্ষিত, দুর্নীতি স্পর্শ করেনি এমন লোকদের মনোনয়ন দেওয়া উচিৎ।’
আপনি ৮০ ভাগ এমপিকে বাদ দিয়ে সামনে নির্বাচন করার পরামর্শ দিচ্ছেন। জনপ্রতিনিধি মনোনয়নে আওয়ামী লীগ সফল না ব্যর্থ জানতে চাইলে তিনি বলেন, ‘আওয়ামী লীগকে ব্যর্থ বলব না আবার সফলও বলব না। আমি মনে করি, সামনের চ্যালেঞ্জ মোকাবেলায় আওয়ামী লীগে সফল মানুষদের দরকার।’
সারাবাংলা/ইউজে/একে