Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুর্মিটোলায় বাস চাপায় ২ শিক্ষার্থীর মৃত্যু, গাড়ি ভাঙচুর-অবরোধ


২৯ জুলাই ২০১৮ ১৪:০১ | আপডেট: ২৯ জুলাই ২০১৮ ১৮:০৭

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: কুর্মিটোলায় বাস চাপায় শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও কয়েকজন।

নিহত দুই শিক্ষার্থী হচ্ছে- আব্দুল করিম ও দিয়া খানম মিম। তাদের মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রয়েছে। আহতদের মধ্যে গুরুতর ৬ জনকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছে।

https://www.youtube.com/watch?v=DYc5KceAoL4

কুর্মিটোলা হাসপাতালের সহকারী পরিচালক মো. সগীর মিয়া জানান, আহত অবস্থায় হাসপাতালে ১৪ জন এসেছিলেন তাদের মধ্যে এক ছেলে ও এক মেয়ে আগেই মারা গিয়েছিল। বাকি ১২ জনের মধ্যে ৬ জন সিএমএইচে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেরিয়ে এসে রাস্তা আটকে বিক্ষোভ ‍শুরু করে। এ সময় সেখানে মিরপুরগামী বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে তারা।


ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহান হক বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন।

কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফরহাদ হোসেন শাকিল জানান, ক্লাস শেষে পাঁচ শিক্ষার্থী বাসে ওঠার জন্য কলেজের সামনের বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিল। এসময় জাবালে নূর পরিবহনের একটি বাস ওই শিক্ষার্থীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। এসময় আরও কয়েকজন আহত হন।

বিজ্ঞাপনী সংস্থা প্যাপিরাস কমিউনিকেশান্স লিমিটেডের নির্বাহী পরিচালক কাজী মুশফিকুর রহমান বলেন, দুর্ঘটনা পরবর্তী সময়ে ওই এলাকা জুড়ে যখন বাসে ভাঙচুর চলছিল, তার কিছুটা দেখেছি। বাচ্চাদের জীবন অতি মূল্যবান, তাদের মৃত্যু কাম্য নয়। একইভাবে কাম্য নয় গাড়ি ভাঙার মহাউৎসব। এত এত বাস ভাঙা হলো তারা কি অপরাধী, তাতো না। সড়ক দুর্ঘটনা আমরা কেমন যেন স্বাভাবিক মেনে নিতে শুরু করেছি, এতো এতো মৃত্যু হচ্ছে… ঠেকানো তো দূরের কথা, দেখারও কেউ নেই।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এমও

কুর্মিটোলা সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর