ডেমরায় ট্রাকের ধাক্কায় নির্মাণ শ্রমিকের মৃত্যু
২৯ জুলাই ২০১৮ ১৩:৫৬
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
রাজধানীর ডেমরায় গলাকাটা ব্রিজ এলাকায় ট্রাকের ধাক্কায় মজনু (৩০) নামের এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। রোববার(২৯জুলাই) সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।
নিহতের সহকর্মী আক্তার হোসেন জানান, ডেমরা গলাকাটা ব্রিজ এলাকার তারা মেহাম্মদিয়া স্ট্রিল মিলে রাজমিস্ত্রির কাজ করেন। সকালে নাস্তা শেষে রাস্তা পার হয়ে কাজে ফেরার সময় মজনুকে নারায়ণগঞ্জগামী দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে বেলা সোয়া ১২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত মজনুর বাড়ি ভোলা জেলায়। তিনি ডেমরা রসূলবাগ এলাকার বাসিন্দা।
সারাবাংলা/এনএইচ
আরও পড়ুন,
উত্তরায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু