Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু


২৯ জুলাই ২০১৮ ১২:০০ | আপডেট: ৩০ জুলাই ২০১৮ ০৭:২২

।। সাগর চৌধুরী, সৌদি আরব ।।

সৌদি আরবের জেদ্দা থেকে মক্কায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (২৮ জুলাই) সকালে জেদ্দা-মক্কা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাংলাদেশির নাম মোর্শেদুল আমিন (৪০)। তিনি কক্সবাজার সদর উপজেলার পোকখালীর ইউনিয়নের পূর্ব গোমাতলী গ্রামের ছৈয়দ করিমের ছেলে।

একই এলাকার বাসিন্দা ও আমিনের নিকটাত্মীয় সৌদি প্রবাসী সেলিম আহমদ জানান, কাজের উদ্দেশ্যে জেদ্দা থেকে মক্কা আসার পথে মোর্শেদকে বহনকারী গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আরেকটা গাড়ির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই চালক ও আমিন মারা যান।

পোকখালী ইউপি মেম্বার কলিম উল্লাহ বলেন, খবর পেয়েছি মক্কা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছে মোর্শেদ। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকতেন। তার মরদেহ সৌদি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মোর্শেদের পরিবারে স্ত্রী ও দুই ছেলে-মেয়ে রয়েছে।

সারাবাংলা/এনএইচ

আরও পড়ুন,

জেদ্দায় গাড়ির ধাক্কায় বাংলাদেশির মৃত্যু

বাংলাদেশির মৃত্যু সৌদি আরব

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর