Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন সিটিতে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন


২৮ জুলাই ২০১৮ ১৬:১৬ | আপডেট: ২৮ জুলাই ২০১৮ ১৯:১১

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: আগামী ৩০ জুলাই অনুষ্ঠিতব্য তিন সিটি নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তার জন্য ৪৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

শনিবার (২৮ জুলাই) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে রাজশাহীতে ১৫ প্লাটুন, বরিশাল সিটিতে ১৫ প্লাটুন এবং সিলেট সিটিতে ১৪ প্লাটুনসহ মোট ৪৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদস্যরা তিন সিটি করপোরেশনের নির্বাচনী এলাকায় ২৮ থেকে ৩১ জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

এছাড়া প্রত্যেক নির্বাচনী এলাকায় অতিরিক্ত ৪ প্লাটুন করে বিজিবি সদস্য রিজার্ভ রাখা হয়েছে। প্রয়োজন হলে বিজিবির আরও সদস্য মোতায়েন করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান মোহসিন রেজা।

সারাবাংলা/ইউজে/একে

আরও পড়ুন

একপেশে নির্বাচনের প্রস্তুতি ইসি ও পুলিশ প্রশাসনের

তিন সিটি নির্বাচন বিজিবি মোতায়েন মেয়র নির্বাচন সিটি করপোরেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর