Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেটের ভেতরে ইয়াবা বহন, সাবেক মাদ্রাসা শিক্ষক আটক


২৮ জুলাই ২০১৮ ১৩:০৭

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

পেটের ভেতরে অভিনব পদ্ধতিতে ইয়াবা বহন করার সময় নারায়ণগঞ্জ থেকে এক সাবেক মাদ্রাসা শিক্ষককে আটক করা হয়েছে।

শুক্রবার (২৭ জুলাই) রাতে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল এলাকা থেকে আবু মোসলেম উদ্দিন ওরফে ইদ্রিস মাস্টার নামে ওই ব্যক্তিকে আটক করেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) – ১১ এর সদস্যরা।

পরে ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হয়ে আবু মোসলেম উদ্দিনের পায়ুপথ দিয়ে বের করা হয় স্কচটেপ দিয়ে মোড়ানো তিনটি প্যাকেট ভর্তি ২ হাজার ৪০০ ইয়াবা। রাতেই সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র‌্যাব-১১ সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোসলেম উদ্দিন জানিয়েছেন, তিনি কক্সবাজার জেলার মহেশপুর থানার শাহপরীর দ্বীপ এলাকার একটি কওমী মাদ্রায় শিক্ষকতা করতেন। তবে গত প্রায় এক বছর ধরে তিনি ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িয়েছেন।

প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত ব্যাটালিয়ান অধিনায়ক (ভারপ্রাপ্ত সিও) মেজর আশিক বিল্লাহ জানান, গত দুই মাস আগে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতারের পর আবু মোসেলম উদ্দিন সম্পর্কে তথ্য প্রকাশ পায়। তিনি এক সাথে আড়াই থেকে তিন হাজার ইয়াবা নিজের পায়ুপথ দিয়ে পেটের ভিতরে প্রবেশ করিয়ে কক্সবাজার থেকে অভ্যন্তরীন বিমানে এসে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। প্রতি চালানে মূল ডিলারদের কাছ থেকে তিনি বিশ হাজার টাকা করে পেয়ে থাকেন বলেও জানা যায়।

গত এক বছরে বিশ থেকে পঁচিশবার এভাবে ইয়াবা ট্যাবলেট নারায়ণগঞ্জে এনে সরবরাহ করেছেন মোসলেম উদ্দিন। প্রতি মাসে তিন থেকে চারবার তিনি এভাবে ইয়াবা সরবরাহ করে থাকেন বলে জানান র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত সিও। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে পেটে ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে অভ্যন্তরীন বিমানে করে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে নামেন সাবেক এই মাদ্রাসার শিক্ষক। গোপন সংবাদের ভিত্তিতে সেখান থেকেই র‌্যাব তাকে অনুসরণ করতে থাকে। এক পর্যায়ে তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় পৌঁছলে র‌্যাব তাকে আটক করে স্থানীয় একটি বেসরকারি মেডিকেল সেন্টারে নিয়ে শারিরীক পরীক্ষা করায়। সেখানে ডিজিটাল এক্সরে রিপোর্টে তার পেটে ইয়াবার প্রমান পাওয়া গেলে র‌্যাব জিজ্ঞাসাবাদ শুরু করে। এক পর্যায়ে আবু মোসলেম উদ্দিন ইয়াবা বহনের বিষয়টি স্বীকার করেন। পরে তিনি নিজেই পায়ুপথ দিয়ে ইয়াবার প্যাকেট বের করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

ইয়াবা

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর