Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরগুনায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যুর মৃত্যু


২৮ জুলাই ২০১৮ ১১:৩৭

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বরগুনার পাথরঘাটা সংলগ্ন বলেশ্বর নদের মাঝের চরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি মারা গেছেন। নিহত ব্যক্তি জলদস্য জাহাঙ্গীর বাহিনীর সদস্য কাজল বলে জানিয়েছে র‌্যাব।

শনিবার (২৮ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাব-৮ বরিশালের উইং কমান্ডার হাসান ইমন আল রাজীব জানান, একটি সংঘবদ্ধ জলদস্যু বাহিনী বঙ্গোপসাগরের মাছ ধরার ট্রলারে হামলার প্রস্ততি নিয়ে পাথরঘাটার রুহিতা মাঝের চরে অবস্থান নিয়েছে বলে তাদের কাছে খবর আসে। এর ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি দল সেখানে অভিযান চালায়। এসময় জলদস্যুরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ করে গুলি ছোঁড়ে। জবাবে র‌্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় ঘন্টাব্যাপী গোলাগুলির পর দস্যু বাহিনী পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।  স্থানীয় জেলেরা ওই ব্যাক্তিকে জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য কাজল হিসেবে সনাক্ত করে। তবে তার ঠিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে একটি আগ্নোয়স্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান র‌্যাব কর্মকর্তা।

সারাবাংলা/এসএমএন

বন্দুকযুদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর