আ.লীগ নেতা গোলাপের কণ্ঠ নকল করে চাঁদাবাজি, আটক ২
২৭ জুলাই ২০১৮ ১৪:৫৩ | আপডেট: ২৭ জুলাই ২০১৮ ১৬:৫৯
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহানের নামে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (২৭ জুলাই) দুপুরে ডিএমপির মিডিয়া শাখার উপকমিশনার মাসুদুর রহমান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডিবির পূর্ব শাখার একটি টিম প্রতারকচক্রের দুইজনকে আটক করে। এদের মধ্যে একজন নারীও রয়েছেন।
এরা হলেন নাদিয়া সুলতানা (২৭) ও মোহাম্মদ আলী (৪০)।
শুক্রবার বিকেলে আটকদের বিষয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান ডিএমপি মিডিয়ার উপকমিশনার মাসুদুর রহমান।
আওয়ামী লীগ কার্যালয় সূত্রে জানা গেছে, গত প্রায় দুইমাস থেকে আবদুস সোবহানের কণ্ঠ নকল করে একটি গ্রুপ ঢাকার বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানের কাছে চাঁদা চেয়ে আসছেন। একমাস আগে পুরান ঢাকার এক কমিশনারের কাছে চাঁদা চাওয়ার পর ওই কমিশনার আওয়ামী লীগ অফিসে চলে আসেন। সেখানে আবদুস সোবহান গোলাপকে বলেন, ‘ভাই কত দেব?’ তখন আওয়ামী লীগ নেতা গোলাপ ওই কমিশনারের কাছে বিস্তারিত জানতে পারেন।’
একই কায়দায় ওই প্রতারকচক্র কিছুদিন আগে এটিএন বাংলার চেয়ারম্যানের কাছ থেকে টাকা নিয়েছেন। পারটেক্স গ্রুপের হাশেম সাহেবের কাছ থেকেও টাকা আদায় করেছেন। গতকাল (বৃহস্পতিবার) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরার ব্যক্তিগত সচিবের কাছ থেকে ২০ হাজার টাকা আদায় করলে পুলিশ গ্রুপটিকে শনাক্ত করে। এরপর তাদের ধরতে অভিযান চালানো হয়।
সারাবাংলা/একে