Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঙ্গল গ্রহ পৃথিবীর সবচেয়ে কাছে আসবে ৩১ জুলাই


২৭ জুলাই ২০১৮ ১১:১৬

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

সৌরজগতের চতুর্থ গ্রহ মঙ্গল পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে আসবে আগামী মঙ্গলবার (৩১ জুলাই)। এর ফলে লাল গ্রহটি আরও উজ্জ্বল ও বড় দেখাবে। এ সময় টেলিস্কোপ অথবা খালি চোখে সহজেই মঙ্গলগ্রহ দেখা যাবে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

নাসা বলছে, আগামী ২৭ জুলাই থেকে ৩০ জুলাই পৃথিবীর কাছাকাছি অবস্থানের কারণে মঙ্গলগ্রহকে অনেক উজ্জ্বল দেখাবে। ৩১ জুলাই পৃথিবী ও মঙ্গলের মাঝে দূরত্ব থাকবে ৫ কোটি ৭৬ লাখ কিলোমিটার। যা গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে কম দূরত্ব। এর পর থেকে এটি দূরে সরতে শুরু করবে।

পেনসিলভানিয়ার ওয়াইডনার ইউনিভার্সিটির জ্যোতির্বিজ্ঞানী হেরি আগেনসেন বলেন, মঙ্গল গ্রহকে এতো বড়ো আর উজ্জ্বল দেখাবে মনে হবে যেন এটি একটি বিমানের ল্যান্ডিং লাইট।

তিনি বলেন, মঙ্গলের উজ্জ্বলতা শুক্র গ্রহের চেয়ে বেশী হবে না, তবে লালচে ও কমলা-লাল রংয়ের দেখা যাবে। গ্রহটি পৃথিবীর কাছাকাছি আসার আগে শুক্রবার সূর্যের বিপরীত দিকে অবস্থান করবে।

এদিকে, একই দিন শুক্রবার রাতে পৃথিবী থেকে শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণও দেখা যাবে। আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ ও দক্ষিণ আমেরিকা থেকে এ চন্দ্রগ্রহণ দেখা যাবে।

সারাবাংলা/এএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর