Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হেরে যাওয়ার শঙ্কায় আগাম অভিযোগ বিএনপির: কাদের


২৬ জুলাই ২০১৮ ২০:২২

কথা বলছেন ওবায়দুল কাদের

।। স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট।।
ঢাকা: সিটি নির্বাচনে হেরে যাওয়ার শঙ্কা থেকে বিএনপি আগাম অভিযোগ দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এলেনবাড়িতে বিআরটিএ কার্যালয়ে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এক প্রস্তুতি সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিন সিটি নির্বাচনে সরকারের প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে এমন প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, ‘এসব প্রশ্ন দেখে আমার কাছে মনে হচ্ছে বিএনপি নির্বাচনে আগেই হেরে যাচ্ছে। নির্বাচন এখনও হলোই না, তারা হাইপোথেটিক্যাল কিছু প্রশ্ন করছে।’
‘তাহলে কি হেরে যাওয়ার আশঙ্কা করছেন?  সে জন্যই আগাম কিছু অভিযোগ রেখে যাচ্ছেন? যাতে হেরে গেলে এগুলোকে গ্রাউন্ড হিসেবে তুলে ধরতে পারেন। আমি সেটাই বলব।’
জাতীয় নির্বাচনে বিএনপি নির্বাচনে অংশ নেবে এমন আশা প্রকাশ করে কাদের বলেন, ‘বিএনপি বলছে বেগম জিয়াকে ছাড়া তারা নির্বাচনে যাবে না। বেগম জিয়াকে নিয়ে যাবে, মুক্ত করে নিয়ে যাবে, অথবা আইনি লড়াইয়ে মুক্ত করে নিয়ে যাবে, এগুলো বিএনপির নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার।’
এখানে কোনো দলকে নির্বাচনে আনার জন্য আমরা তোড়জোড় করছি না। ইলেকশন আসলে আমাদের সঙ্গে অনেকেই আলোচনা করতে পারে বা আমরাও আলোচনা করতে পারি, করব। বিএনপি আসবে না এই এমন চিন্তা আমরা করি না। বিএনপি আসবে এটা আমরা ধরেই নিয়েছি। না এলে আমাদের কী করার আছে?’
সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বিএনপির এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘গতকাল বাংলাদেশে প্রায় অর্ধশত জায়গায় নির্বাচন হয়েছে, এখানে কি লেভেল প্লেয়িং ফিল্ডের কোনো অভিযোগ ছিল? যেহেতু ছোট ইলেকশন এ জন্য অভিযোগ নেই। এই ইলেকশনগুলো এই সরকারের আমলে এই ইসির অধীনে হয়েছে।’
লেভেল প্লেয়িং ফিল্ড বলতে উনি কী বোঝাতে চান? ওবায়দুল কাদের কি কোনো সিটি নির্বাচনের সময় কোনো সিটির আশেপাশেও গেছেন?
‘ফখরুল ইসলাম সাহেব যেতে পারেন তাহলে এখানে লেভেল প্লেয়িং ফিল্ড কোথায় থাকে? এক পার্টির মহাসচিব যেতে পারবেন, আরেক পার্টির সাধারণ সম্পাদক যেতে পারবেন না। ওনার তো সুবিধা আছে, উনি লেভেল প্লেয়িং এর প্রশ্ন তুলছেন কেন?’
‘এটি নিয়ে তো আমার অভিযোগ নেই। উনি যাবেন আমি যাব না, এটি নিয়ে যদি উনি প্রশ্ন তোলেন তাহলে ওনাকেও প্রশ্ন করতে হবে। উনি যাচ্ছেন আর আমি যেতে পারছি না। এখানে আমিই তো বলতে পারি কোথায় লেভেল প্লেয়িং ফিল্ড? এমনকি আমাদের এমপিরাও যেতে পারছে না। নির্বাচন হচ্ছে, ভালোভাবেই হবে’ বলেন ওবায়দুল কাদের।
সারাবাংলা/এমএমএইচ/একে

বিজ্ঞাপন

আওয়ামী লীগ ওবায়দুল কাদের ফখরুল বিএনপি সিটি নির্বাচন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর