Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ টার পর থার্টি ফার্স্টের অনুষ্ঠান নয়: স্বরাষ্ট্রমন্ত্রী


২৬ ডিসেম্বর ২০১৭ ১৬:৫৬ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৭ ১৮:১৩

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা : দেশ ও জনগণের নিরাপত্তার স্বার্থে থার্টি ফার্স্টে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

পুলিশ কনভেনশন হলে ঢাকা মেট্রোপলিটন শুটিং ক্লাবের উদ্বোধনকালে মঙ্গলবার বিকেলে তিনি এ কথা বলেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে পুলিশের আইজিপি আলাদা মিটিং করেছেন। সেখানে ডিএমপি কমিশনারসহ সবাই উপস্থিত ছিলেন। একটাই উদ্দেশ্য ছিল নিরাপত্তার ব্যবস্থা যাতে করে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি না হয়। বড়দিন উদযাপন সুন্দরভাবে শেষ হয়েছে। বাংলাদেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

তিনি আরও বলেন, ‘সামনে থার্টি ফার্স্ট নাইট রয়েছে, থার্টি ফার্স্ট নাইটেও আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে যাতে কোথাও কোনো অরাজক পরিস্থিতির সৃষ্টি না হয় এবং কোথাও  নাশকতার ঘটনা না ঘটে। এজন্য কিছু বিধি নিষেধ আরোপ করা হয়েছে। যেমন, সূর্যাস্তের পরে বাইরে কেউ কোনো অনুষ্ঠান করতে পারবে না। রাতের বেলায় করলেও বাসা বাড়ি বা আবদ্ধ স্থানে করতে হবে। নিরাপত্তা বাহিনী এগুলো নজরদারি করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছেলে মেয়েরা যাতে একত্রে জড়ো হয়ে হই-হুল্লোর করতে না পারে সে ব্যাপারে বিধি নিষেধ আরোপ করা হয়েছে।’

“তারা সেখানে জড়ো হয়ে খামাখাই হইচই করে।” বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অনেক দিন ধরে অনেকেই অভিযোগ করে আসছেন যে, তারা উন্মুক্ত স্থানে থার্টি ফার্স্ট নাইটের অনুষ্ঠান আয়োজন করতে পারছে না। আর কতদিন এরকম নিষেধাজ্ঞা বহাল থাকবে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সবসময় নিরাপত্তার কথা চিন্তা করি, মানুষের জানমালের কথা চিন্তা করি, দেশের শান্তি শৃঙ্খলার কথা চিন্তা করি। সবার আগে দেশ ও জনগণের নিরাপত্তা। আর নিরাপত্তার স্বার্থেই এ নিষেধাজ্ঞা।’

বিজ্ঞাপন

গত তিন দিন আগে বনানী থেকে তিন কিশোরকে তুলে নিয়ে গেছে কে বা কারা, পরিবার বলছে তারা নিখোঁজ, এ ব্যাপারে জানতে চাইলে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘সবই নিখোঁজ নয়। এর আগেও অনেকই পরিবার ছাড়া ছিল। তাদের বেশিরভাগই ফিরে এসেছে। কেউ নিজে থেকেই গা ঢাকা দিয়েছিলেন। কেউ আত্মগোপনে থাকেন। বাকীরাও ফিরে আসবে। আর বনানীর বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখবে।’

মাদকের ভয়াল থাবায় শেষ হয়ে যাচ্ছে যুব সমাজ। থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে এর ভয়াবহতা আরও বেশি। যার প্রমাণ গতকাল মদ খেয়ে গাড়ি চালানো অবস্থায় হাতিরঝিলে রেলিং ভেঙ্গে খাদে পড়ে আহত হয় চারজন। এ ব্যাপারে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘অবশ্যই লাগাম টেনে ধরেছি। বর্তমানে বারগুলোতেও সন্ধ্যার পর মাদক বিক্রি করতে দেওয়া হচ্ছে না। নিষেধ করা হয়েছে। মাদক বেচাকেনার জন্য বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আর অবৈধভাবে যারা বিক্রি করছে তাদের বিরুদ্ধে তো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জোর তৎপরতা চালাচ্ছেন।’

এর আগে ঢাকা মেট্রোপলিটন শুটিং ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইজিপি একে এম শহীদুল হক, অতিরিক্ত আইজিপি (এসবি) জাবেদ পাটোয়ারি, শুটিং ক্লাবের মহাসচিব শাহেদ চৌধুরী বক্তব্য রাখেন। এসময় ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া উপস্থিত ছিলেন।

 

 

সারাবাংলা/ ইউজে/একে/এমএ

থার্টি ফার্স্ট স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর