জাতীয় নির্বাচনে অংশ নেবে জাকের পার্টি
২৬ জুলাই ২০১৮ ২০:০৩ | আপডেট: ২৬ জুলাই ২০১৮ ২০:০৪
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: একাদশ জাতীয় নির্বাচনে জাকের পার্টি অংশ নেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান খাজা মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদী।
বৃহস্পতিবার (২৬ জুলাই) সকাল ১১টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় জাকের পার্টির ৩য় কাউন্সিল। এ সময় জাকের পার্টির চেয়ারম্যান এ ঘোষণা দেন।
দলটির চেয়ারম্যান বলেন, ‘আনন্দঘন পরিবেশে আগামী নির্বাচনে হবে। সুষ্ঠু ভোটে কেউ বাধা হয়ে দাঁড়ালে সহিংসতা সৃষ্টির চেষ্টা করলে জাকের পার্টি আওয়ামী লীগের পাশে থেকে সকল ষড়যন্ত্র প্রতিহত করবে।’
তিনি আরও বলেন, ‘জাকের পার্টি শান্তির পার্টি, জাকের পার্টি প্রেমের পার্টি।’
ফয়সাল মুজাদ্দেদী বলেন, ‘আমরা প্রতিটি নির্বাচন সমর্থন করি। বর্তমান সরকারকে আমরা সমর্থন দিই।
তিনি আরও বলেন, ‘নানান প্রতিকূল পরিস্থিতি সামলে দেশকে এগিয়ে এনেছে বর্তমান সরকার। ঠিক এভাবে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।’
জাকের পার্টির চেয়ারম্যান বলেন, ‘দেশের মানুষ নিশ্চিন্তে নিরাপদে ঘুমাবে। এ নিরাপত্তা সরকারকে নিশ্চিত করতে হবে। তবেই জাকের পার্টি সরকারের সঙ্গে থাকবে।’
দলের চেয়ারম্যান বলেন, ‘দলীয় স্বার্থের রাজনীতি বাংলাদেশে চলবে না। গুণ্ডা ভাড়া করার রাজনীতি বাংলাদেশ থেকে বিতাড়িত করে ইসলাম পরিপন্থি শান্তির রাজনীতি ফিরিয়ে আনতে হবে।’
রাজনীতিবিদদের উসকানিমূলক বক্তব্য পরিহার করে গঠনমূলক কথা বলার আহ্বান জানান তিনি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতেও নেতাকর্মীদের নির্দেশ দেন জাকের পার্টির চেয়ারম্যান। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান খাজা সায়েম আমীর ফয়সাল।
সারাবাংলা/এসও/একে