Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মদিনার আদলে, জিন্নার স্বপ্নের পাকিস্তান গড়ার প্রত্যয় ইমরানের


২৬ জুলাই ২০১৮ ২০:৫৩ | আপডেট: ২৬ জুলাই ২০১৮ ২১:১০

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

কায়েদ-ই-আজম মোহাম্মদ আলী জিন্নার স্বপ্নের পাকিস্তান গড়তে চান বলে জানিয়েছেন পাকিস্তানের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী ইমরান খান।

বৃহস্পতিবার (২৬ জুলাই) এক ঘোষণায় তিনি পাকিস্তানের ১১তম জাতীয় সংসদ নির্বাচনে তেহরিক-ই-ইনসাফকে জয়ী ঘোষণা করে তিনি এসব কথা বলেন।

পাকিস্তানের নেতৃত্বে ইমরান খান

আমি কেনো রাজনীতিতে আসলাম, সেটা পরিষ্কার করতে চাই। রাজনীতি আমাকে কিছুই দেয়নি, বলেও জানান তিনি।

মহানবীর অনুপ্রেরণায় মদিনায় যে ধরনের রাষ্ট্র ছিল আমি সেই ধরনের রাষ্ট্র প্রতিষ্ঠা করকেত চাই। যেখানে বিধবা এবং দরিদ্রদেরও তাদের অধিকার দেওয়া হবে। আমাদের দেশ এখনো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, তাই আমাদের সকল উন্নয়ন পরিকল্পােতে অধিকার বঞ্চিতদের কথা খেয়াল রেখে করতে হবে, বলে জানান ইমরান খান।

একটি দেশ তার ধনী নাগরিকদের জীবনযাত্রার মান দিয়ে বিশ্বে পরিচিতি পায় না, বরং তার দেশের গরীবদের জীবযাত্রার মান দিয়ে বিশ্বে পরিচিতি লাভ করে উল্লেখ করে ইমরান খান বলেন, ‘এ দেশের কৃষকরা তাদের শ্রমের মূল্য পায় না। সারাদেশের ২৫ মিলিয়ন শিশু শিক্ষার সুযোগের বাইরে রয়েছে। প্রাথমিক স্বস্থ্যসেবার অভাবে আমাদের মায়ের শিশুর জন্মের সময় মারা যাচ্ছে। আমরা আমাদের জনগণকে বিশুদ্ধ পানি সরবরাহ করতে পারছি না।

জনগণের ট্যাক্সের টাকার সুরক্ষার প্রতিশ্রুতি দিয়ে ইমরান বলেন, সব ক্ষেত্রেই আমাদের ব্যয় কমিয়ে আনবো।

আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিলালী করবো। প্রত্যেককে জবাবদিহিতার আওয়ায় আনা হবে। প্রথমে নিজের জবাবদিহিতা করবো, তারপর আমার মন্ত্রীসভাকে জবাবদিহিতার আওয়ায় অানা হবে। অন্যান্য দেশের থেকে আমরা অনেকে পিছিয়ে কারণ এখানে ক্ষমতাসীন ও সাধারণ নাগরিকদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে।

বিজ্ঞাপন

  সারাবাংলা/এমআই

ইমরান খান পাকিস্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর