Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রীর মৃত্যু


২৬ জুলাই ২০১৮ ১৬:৩৯ | আপডেট: ২৬ জুলাই ২০১৮ ১৭:৩৫

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

সিলেট: সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের ইলাশপুরে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের পাঁচ যাত্রীর মৃত্যু হয়েছে। মৃতরা সবাই মাইক্রোবাস যাত্রী ছিল বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানী নগরের ইলাশপুরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে সিলেটগামী একটি ট্রাক ঢাকামুখী মাইক্রোবাসটিকে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। অপর আরেকজন মারা যান হাসপাতালে নেওয়ার পাথে। এ ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসমানি নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে একটি ট্রাক সিলেটের দিকে যাচ্ছিলো। পথে ওসমানী নগরে ঢাকামুখী মাইক্রোবাসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পাথে আরও একজনের মৃত্যু হয়। এতে আহত হন আরও পাঁচজন। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি বলে জানান ওসি।

সারাবাংলা/এমএইচ

ট্রাক-মাইক্রোবাস দুর্ঘটনা নিহত সড়ক _দুর্ঘটনা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর