বেগুনের ভেতর ইয়াবা!
২৬ জুলাই ২০১৮ ১৫:৪৬ | আপডেট: ২৬ জুলাই ২০১৮ ১৯:৫৬
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে বেগুনের ভেতর থেকে ২ হাজার পিস ইয়াবা জব্দ করেছে নগর গোয়েন্দা পুলিশ। এ সময় আলী আহম্মদ (৪৬) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৫ জুলাই) গভীর রাতে নগরীর কোতয়ালী থানার জুবিলি রোডে জলসা শপিং কমপ্লেক্সের সামনে থেকে ইয়াবাভর্তি বেগুন জব্দ করা হয়েছে।
গ্রেফতার হওয়া আলী আহম্মদ কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া এলাকার হোসেন আহম্মদের ছেলে।
নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (বন্দর) আসিফ মহিউদ্দিন সারাবাংলা’কে বলেন, ব্যাগভর্তি বেগুন নিয়ে যাচ্ছিলেন আলী আহম্মদ। এর মধ্যে দু’টি বেগুনের বিচি ফেলে খোলসের ভেতরে নেওয়া হয় এক হাজার করে দুই হাজার পিস ইয়াবা। বাইরে থেকে দেখে এসব বেগুনের ভেতরে ইয়াবা নেওয়ার বিষয়টি বোঝা যাবে না। আমরা গোপন সংবাদের ভিত্তিতে দু’টি বেগুনের ভেতর থেকে ইয়াবা উদ্ধার করেছি।
আলী আহম্মদ কক্সবাজার থেকে ইয়াবাগুলো নিয়ে চট্টগ্রাম নগরীতে বিক্রির জন্য এসেছিলেন বলে জানান আসিফ মহিউদ্দিন।
সারাবাংলা/আরডি/একে