বরিশালে জাতীয় পার্টির প্রার্থীকে সরে দাঁড়ানোর নির্দেশ
২৬ জুলাই ২০১৮ ১৪:৫৬ | আপডেট: ২৬ জুলাই ২০১৮ ১৮:১৪
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে নিজেদের প্রার্থীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে নির্দেশ দিয়েছে জাতীয় পার্টি।
বৃহস্পতিবার (২৬ জুলাই) দুপুরে বনানীতে জাপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়টি জানান দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।
তিনি বলেন, বরিশাল সিটি করপোরেশনে জাতীয় পার্টির সব নেতাকর্মী-সমর্থকদের আওয়ামী লীগ প্রার্থী সাদেক আব্দুল্লাহর পক্ষে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা মনে করি, বরিশাল সিটি করপোরেশনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার প্রয়োজন আছে।
তাই, এই নির্বাচনে সাদেক আব্দুলাহকে ভোট দিয়ে তাঁকে জয়যুক্ত করার জন্য সংশ্লিষ্ট ভোটারদের প্রতি আহ্বান জানান এ বি এম রুহুল আমিন হাওলাদার।
সারাবাংলা/এমএমএইচ/জেএএম
আওয়ামী প্রার্থীকে জাতীয় পার্টির সমর্থন জাতীয় পার্টি বরিশাল সিটি করপোরেশন নির্বাচন