Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেলেদের জন্য ভিজিএফ চালের বরাদ্দ বাড়ানোর সুপারিশ ডিসিদের


২৬ জুলাই ২০১৮ ১১:৪২ | আপডেট: ২৬ জুলাই ২০১৮ ১৭:৩৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।। 

ঢাকা: মৎস্য ও পশুসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ  বলেছেন, ‘ইলিশ রক্ষায় বিশেষ সময়ে মাছ ধরা নিষিদ্ধ রাখার ফলে জেলেরা সমস্যায় পড়েন। তাই তাদের জন্য বরাদ্দের ভিজিএফ চাল বাড়ানোর আবেদন জানিয়েছেন জেলা প্রশাসকরা। আমি দুর্যোগ ও ত্রাণমন্ত্রীকে জেলেদের জন্য ভিজিএফ চাল বরাদ্দ বাড়াতে অনুরোধ করব।’

বৃহস্পতিবার (২৬ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগে জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে এক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কোরবানির হাটে পশুর স্বাস্থ্য পরীক্ষার সব ধরনের ব্যবস্থা থাকবে। এ ছাড়া, পশু কেনাবেচার হাটে কেউ যেন প্রভাব খাটাতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সরকারের অন্যান্য বিভাগের কর্মকর্তারা তৎপর থাকবেন।

নারায়ণ চন্দ্র চন্দ আরও বলেন, দেশে কোরবানি পশুর পর্যাপ্ত মজুত আছে। পশুর ঘাটতি হবে না। জনগণের দুশ্চিন্তার কারণ নেই।

চিংড়ি পোনার হ্যাচারিকে আরও আধুনিকায়নের পরিকল্পনা সরকার নিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এই পরিকল্পনায় সারাদেশের হ্যাচারিগুলোকে নিয়ন্ত্রণের আওতায় আনা হবে।

সারাবাংলা/এএইচএইচ/এএস

ডিসি সম্মেলন নারায়ণ চন্দ্র চন্দ মৎস্য ও পশুসম্পদমন্ত্রী