Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে ৪ জঙ্গি গ্রেফতার


২৬ ডিসেম্বর ২০১৭ ১৪:৩৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, রাজশাহী

রাজশাহীর পুঠিয়া উপজেলার জামিরা ও ভুরুয়াপাড়া থেকে জিহাদি বইসহ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের চার সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

সোমবার দিনগত রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া চার জঙ্গি হলেন- হায়াতুল রুবেল ওরফে মাসুদ, আব্দুর রহিম, মিজানুর রহমান ওরফে মেজা ও মুকুল হোসেন। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব ৫ এর সদর দফতর এর অধিনায়ক লে. কর্নেল মাহাবুব আলম।

তিনি জানান, জঙ্গি সদস্যরা সোমবার রাত সোয়া ৭টার দিকে পুঠিয়া থানার বগারটেক ক্ষুদ্র জামিরা গ্রামের বরজাহানের কলাবাগানে নাশকতা সৃষ্টির জন্য জমায়েত হবে। এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

এ সময় জামিরা গ্রাম থেকে জিহাদি বইসহ হায়াতুল রুবেল ওরফে মাসুদ, আব্দুর রহিম, মিজানুর রহমান ওরফে মেজা গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা করা হবে বলে জানান তিনি।

সারাবাংলা/আরসি/একে

 

 

 

 

জঙ্গি রাজশাহী

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর