Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সিটি করপোরেশনের সব বিল মোবাইল ব্যাংকিংয়ের আওতায় আনতে চাই’


২৪ জুলাই ২০১৮ ২০:৩৩

।। অ্যাসিস্ট্যান্ট এডিটর ।।

ঢাকা: সিটি করপোরেশনের বিভিন্ন ধরনের বিল পরিশোধের পেছনে অনেক সময় ব্যয় হওয়ায় এসব বিল পরিশোধের প্রক্রিয়া মোবাইল ব্যাংকিংয়ের আওতায় আনতে চান বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তবে এই প্রক্রিয়া বাস্তবায়নের সময় আরও অনেক সময় লাগবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৪ জুলাই) ব্র্যাক সেন্টারে ‘আরবান ইনোভেশন চ্যালেঞ্জ ২০১৮’ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ‘আমার শহর, আমার সমাধান’ স্লোগান নিয়ে দ্বিতীয়বারের মতো শুরু হচ্ছে এই প্রতিযোগিতা।

জুনায়েদ আহমেদ পলক আরও বলেন, আমাদের শহরের সমস্যা সমাধানে আমাদের তরুণদের উদ্ভাবনী ক্ষমতাকে কাজে লাগাতে হবে। এর জন্য সরকারের আইসিটি ডিভিশন কাজ করছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার ৪৮ শতাংশের জন্ম ‘৯০-এর পরে। তারা হয়তো ’৫২ বা ’৭১ পায়নি। তবে দেশ গঠনে এখনও তাদের অনেক কিছু করার আছে।

অনুষ্ঠানে ব্র্যাক সোশ্যাল ইনোভেশন ল্যাবের প্রোগ্রাম ম্যানেজার রাকিব অভি বলেন, এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে কীভাবে শহরগুলো বাসবাসের আরও উপযোগী করা যায়, তা খুঁজে বের করা।

তিনি জানান, এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে তিনটি ধাপে। প্রথম ধাপে প্রতিযোগীদের একটি ব্যাবসায়িক ধারণা জমা দিতে হবে, সেটা যাচাই বাছাইয়ের পর গ্রহণ করা হলে একটি ব্যাবসায়ী প্রস্তাব তৈরি করতে হবে। এই প্রস্তাবগুলোসহ প্রতিযোগীদের ছয় মাসের মেন্টরশিপ কার্যক্রম চালানো হবে। এরপর তাদের সবশেষ ব্যাবসাকে জুরি বোর্ডের কাছে উপস্থাপন করতে হবে।

আগস্টের ৩০ তারিখ পর্যন্ত কম খরচে আবাসন, নবায়নযোগ্য জ্বালানি, স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যবিধি এবং জলবায়ু পরিবর্তন- এই পাঁচ বিষয়ে ব্যাবসায়িক পরিকল্পনা নিয়ে এই প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে জানানো হয়, এই প্রতিযোগিতায় জিততে হলে পুরাতন সমস্যার নতুন সমাধান নিয়ে আসতে হবে; সমাজের ওপর তার প্রভাব, ব্যাবসার নিজস্ব সক্ষমতা, উদ্যোগতার সক্ষমতার বিষয়গুলোর মাথায় রাখতে হবে।

uic.brac.net ওয়েবসাইট বা facebook.com/uic.brac ঠিকানায় গিয়ে পাওয়া যাবে এই প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত তথ্য।

ব্র্যাক আরবান ইনোভেশন চ্যালেঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার টিনা জাবীন, তরু ইনস্টিটিউট অব ইনক্লুসিভ ইনোভেশনের উদ্যাক্তা সাইফ কামাল, মোহাম্মদী গ্রুপের মহাব্যাবস্থাপক রুবানা হকসহ অন্যরা।

সারাবাংলা/এমএ/টিআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর