শোক দিবসের নামে চাঁদাবাজি করলে ব্যবস্থা নেওয়া হবে : কাদের
২৪ জুলাই ২০১৮ ২০:৫৫ | আপডেট: ২৪ জুলাই ২০১৮ ২১:০১
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: জাতীয় শোকদিবসের নামে কেউ যদি কোনো চাঁদাবাজি করে তাহলে সেটা সরাসরি আমাদের জানালে আমরা ব্যবস্থা নেবো, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ ছাড়া বিষয়টি জনসাধারণের মাঝে পৌঁছে দিতে গণমাধ্যমের প্রতিও অনুরোধ জানান তিনি।
ইলেকশন ঘনিয়ে এলে দৃশ্যপটের পরিবর্তন আসে : কাদের
মঙ্গলবার (২৪ জুলাই) বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, জাতীয় শোক দিবস ও শোকের মাস আগস্টে বিভিন্ন কর্মসূচি পালনের ব্যাপারে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা সবাইকে বলেছি, যাতে করে জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে আমাদের পার্টির নামে কেউ যাতে কোনো চাঁদাবাজি এবং জনগণকে হয়রানি না করে।
আমাদের পার্টি থেকে চাঁদা তোলার ব্যাপারে একেবারে নিষেধ করা হয়েছে। আমরা দলের ভিতরে নিজেরা চাঁদা দিয়ে কর্মসূচি পালন করবো।
এই ধরনের চাঁদাবাজিকে অপকর্ম বলে দাবি করেনন ওবায়দুল কাদের। যাতে কেউ এই শোকের মাসে এই ধরনের চাঁদাবাজি করতে না পারে সেজন্য সবাইকে বিষয়টির দিকে লক্ষ্য রাখতে এবং মনিটরিং করতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে তিনি বলেন, যদি কেউ শোকদিবসের নামে চাঁদাবাজি করে তাহলে আমাদের এই অফিসে ( আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়) সরাসরি জানালে আমরা ব্যবস্থা নেবো। বিষয়টি জনসাধারণের মাঝে পৌঁছাতে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান তিনি।
এবার ঈদুল আজহার কারণে ২১ আগস্ট গ্রেনেত হামলার কর্মসূচিতে শুধুমাত্র সকাল দশটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে পুষ্পার্ঘ অর্পণ করা হবে। পরবর্তীতে ২৬ আগস্ট খামারবাড়ি কৃষি ইনস্টিটিউশন মিলনায়তেন এক আলোচনা হবে। বাকি কর্মসূচিগুলো একই নিয়মে পালন করা হবে।
এ ছাড়াও শোকের মাসে ব্যানার-ফেস্টুন বিলবোর্ডে শোকের ভাবগাম্ভীর্য বজায় রেখে এসব টাঙ্গানোর জন্যও নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
সারাবাংলা/এনআর/এমআই