Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হলমার্কের ঋণ কেলেঙ্কারির দুই মামলায় ৫ জনের সাক্ষ্যগ্রহণ


২২ জুলাই ২০১৮ ১৯:২৩ | আপডেট: ২২ জুলাই ২০১৮ ১৯:২৪

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: প্রায় আড়াই হাজার কোটি টাকার হলমার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারির ১১ মামলার মধ্যে ২ মামলায় ৫ জনের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত।

রোববার (২২ জুলাই) বিকেলে ঢাকার ১ নম্বর বিশেষ জজ মো. আতাউর রহমান সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের পর আগামী ৮ আগস্ট একটি মামলায় এবং অপর মামলায় আগামী ১২ আগস্ট পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করেছেন আদালত।

সাক্ষীগণ হলেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সাইফুল ইসলাম খান, সোনালী ব্যাংকের সাবেক এমডি এ-সিইও প্রদীপ কুমার দত্ত, সোনালী ব্যাংকের সাবেক ডিএমডি খন্দকার মো. ইকবাল, সোনালী ব্যাংকের সিলেট বিয়ানিবাজার শাখার ম্যানেজার এএসএম আব্দুল লতিফ ও সোনালী ব্যাংক গুলশান শাখার এজিএম (শাখা প্রধান) মো. আনিসুজ্জামান।

গত ২০১২ সালের ৪ অক্টোবর রাজধানীর রমনা থানায় তানভীর মাহমুদসহ ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা করে দুদক। পরে মামলাগুলোর তদন্ত শেষে ২০১৩ সালের ৭ অক্টোবর দুদক ৩৫ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

২০১৬ সালের গত ১৭ ফেব্রুয়ারি দুটি মামলায় এবং ২৭ মার্চ অপর ৯ মামলায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর মাহমুদসহ ২৫ জনের বিরুদ্ধে চার্জগঠন করে আদালত।

মামলায় আসামিদের বিরুদ্ধে ২ হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়।

সারাবাংলা/এআই/এমআই

হলমার্ক

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর