বিক্রেতাকে দিয়ে পাতানো ফাঁদে ধরা সেবনকারীও
২২ জুলাই ২০১৮ ১৬:৫২ | আপডেট: ২২ জুলাই ২০১৮ ১৭:০৩
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে এক খুচরা ইয়াবা বিক্রেতাকে আটকের পর কৌশলে ফাঁদ পেতে আরও তিন সেবনকারীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ জুলাই) রাতে নগরীর আসকার দীঘির উত্তর পশ্চিম পাড় এলাকার এস এস খালেদ সড়ক থেকে আব্দুর রহিম (৪০) নামে এক খুচরা ইয়াবা বিক্রেতাকে ২০০ পিস ইয়াবাসহ আটক করেছে বলে জানিয়েছে পুলিশ।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন সারাবাংলাকে বলেন, রহিমকে আটকের পর থেকে তার মোবাইলে একের পর এক সেবনকারীদের ফোন আসতে থাকে। এক পর্যায়ে আমরা তাদেরও ধরার জন্য কৌশল অবলম্বন করি। আমাদের হেফাজতে থেকে রহিম সেবনকারীদের ইয়াবা সরবরাহের আশ্বাস দিয়ে নিজের কাছে নিয়ে আসেন। এরপর আমরা তিনজনকে আটক করতে সক্ষম হই।
এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন মো. সাজ্জাদ হোসেন (২৮), সামু হোসেন (৪০) ও মো. আরিফ প্রকাশ মজিদ (৪৭)।
ওসি বলেন, আব্দুর রহিমকে আটকের পর কমপক্ষে ৪০টি ফোন পেয়েছিলাম। কেউ কেউ বুঝতে পেরে পরে আর আসেনি। তবে মোবাইল কলের সূত্র ধরে তাদেরও আটকের চেষ্টা করছি।
সারাবাংলা/আরডি/এমআই