টহলে থাকা এসআইকে কুপিয়ে জখম
২৬ ডিসেম্বর ২০১৭ ১০:৩২ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৬:৫০
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ওহিদ হোসেনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শহরের ফার্মপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা থানার ওসি মোজাম্মেল হক বলেন, সোমবার রাতে স্থানীয় সূত্রে খবর পাওয়া যায়, ফার্মপাড়া মোড়ে কয়েকজন যুবক দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হচ্ছে। এ খবর পেয়ে সেখানে পুলিশ ভ্যান পাঠানো হয়। এ সময় ওই যুবকদের চ্যালেঞ্জ করলে তারা টহলে থাকা এসআই ওহিদকে কুপিয়ে জখম করে।
হামলাকারীদের মধ্যে মিন্টু নামে একজনকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের গণপিটুনিতে সে আহত হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের উপপরিদর্শককে হাসপাতালে প্রাথমকি চিকিৎসা দেওয়া হয়েছে।
সারাবাংলা/আরসি/একে