Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেরামতের সময় কাভার্ডভ্যানে আগুন, গ্যারেজ মালিক ২ ভাইয়ের মৃত্যু


২৬ ডিসেম্বর ২০১৭ ০৯:৫৩ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৬:৫০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, যশোর

যশোরের একটি গ্যারেজে কাভার্ডভ্যান মেরামতের সময় আগুন লেগে গ্যারেজ মালিক দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, ওই গ্যারেজে কেমিক্যাল বহনকারী একটি কাভার্ডভ্যান মেরামতের কাজ চলছিল। এ সময় ভ্যানটি উল্টে গেলে তাতে আগুন লেগে যায়। আগুনে দুইজন নিহত ও গ্যারেজে থাকা আরও সাতটি গাড়ি পুড়ে যায়।

নিহতরা হলেন-ওই গ্যারেজের মালিক দুই ভাই পিকলু (৩৪) ও রুহুল আমিন(৩২)। তারা শহরের শেখেরহাটি গ্রামের আবু বক্করের ছেলে। রাতেই তাদের লাশ উদ্ধার করা হয়।

সোমবার (২৫ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে যশোর-মাগুরা সড়কের উপশহর এলাকার একটি মোটর গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, রাতে গ্যারেজের সামনে দাড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। এ সময় বিকট শব্দে বিস্ফোরণে গাড়িতে আগুন ধরে যায়। পরে তা গ্যারেজ ও আশপাশের বেশ কয়েকটি গাড়িতে ছড়িয়ে পড়ে।

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দু্ইটি ইউনিট কাজ করে। প্রায় চার পাঁচ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

সারাবাংলা/আরসি/একে

আগুন যশোর

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর