Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকগঞ্জে এইচএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা


২০ জুলাই ২০১৮ ১৪:৪১ | আপডেট: ২০ জুলাই ২০১৮ ১৪:৪৭

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

মানিকগঞ্জ : এইচএসসি পরীক্ষায় ফেল করায় বিষ পানে আত্মহত্যা করেছে মিতু আক্তার নামের এক শিক্ষার্থী। শুক্রবার (২০ জুলাই) ভোরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার কুস্তা গ্রামে এ ঘটনা ঘটে।

মিতু গ্রামের মোকাদ্দেছ হোসেন মধুর কন্যা। আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের পরিবার ও স্থানীয় ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল।

পারিবারিক সূত্রে জানা গেছে, মিতু আক্তার এ বছর ঘিওর সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। বৃহস্পতিবার পরীক্ষার ফলাফল প্রকাশ হলে সে অকৃতকার্য হয়। এ কথা শোনার পর মিতু সারারাত না খেয়ে কান্নাকাটি করে।

শুক্রবার ভোরে বাড়ির সবার অজান্তে সে ঘরে থাকা ইঁদুর নিধনের বিষ পান করে। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ঘিওর সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সুপারিশ করে। ঢাকায় নেবার পথে মিতু মারা যায়।

ঘিওর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল ইসলাম বলেন, সংবাদ পেয়ে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।

সারাবাংলা/আরএ/এনএইচ

আরও পড়ুন,

রাজবাড়ীতে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে ছাত্রীর আত্মহত্যা

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

আত্মহত্যা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর