Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টি নামার দিনে


২০ জুলাই ২০১৮ ১২:৫৯

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

ঢাকা: শ্রাবণের আজ ৫ তারিখ। সেই দিনের সঙ্গে মিল রেখে আকাশে অনেক মেঘ জড়ো হয়েছে। মেঘের খামে ঝড়ের বার্তা।

গতকালের দিনটা ভীষণ গরম ছিল। সেই গরমে সবাই নিশ্চয়ই বৃষ্টির জন্য অনেক প্রার্থনা করছিলেন। আজ সকাল থেকেও কিন্তু অনেক রোদ অনেক গরম। কিন্তু সম্ভবত গরমে তিষ্ট মানুষের প্রার্থনা কাজে এসেছে। আজ নাকি বৃষ্টি হবে।

আকাশে খণ্ড খণ্ড মেঘ নিজেদের মধ্যে দল বাঁধছে। বেলা বাড়তেই আকাশ মেঘে ছেয়ে যাবে এমনটাই বলছে আবহাওয়ার পূর্বাভাস। এরকম অবস্থায় বাতাসের আর্দ্রতা অনেক বেশি থাকে আজও তার ব্যতিক্রম নেই। তাই ঘামটাও বেশ হচ্ছে।

এসব কষ্টের অবসান হবে বিকেল নাগাদ যখন নামবে স্বস্তির বৃষ্টি।

তৃষ্ণার্ত চোখে এখন কেবল সেই বৃষ্টির অপেক্ষা।

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর