Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন করবে ইসি


১৮ জুলাই ২০১৮ ২১:০৭

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

রাজশাহী : যে কোনো মূল্যে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে করতে নির্বাচন কমিশন বদ্ধ পরিকর বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী। তিনি বলেন, এই নির্বাচনকে যেন কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারে, সেজন্য আইনশৃংখলা বাহিনীকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৮ জুলাই) দুপুরে রাজশাহী কর্মচারী কল্যাণ বোর্ড মিলনায়তনে নির্বাচন কমিশন আয়োজিত মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার এসব কথা বলেন। মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে এই মতবিনিময়ের আয়োজন করা হয়।

শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ‘এখানে এসে আমার নজরে এসেছে বিশেষ করে পোস্টার, ব্যানার, ফেস্টুন যেগুলো আছে, আমি খতিয়ে দেখেছি কোনো কোনোটি আচরণ বিধির সাথে সংগতিপূর্ণ নয়। এখানে যারা প্রার্থী আছেন আপনাদের সেটা বিবেচনায় নিয়ে পোস্টার, ব্যানার, ফেস্টুন যে সাইজ, যে নিয়ম থাকার কথা সেটা নাই, আমি আশা করি আপনারা তা সরিয়ে ফেলবেন। আর তা নাহলে আমি ব্যবস্থা নেবো।’

নির্বাচন কমিশনার জানান, নির্বাচনে এবার ১৪শ পুলিশ, এক হাজার ৯৩২জন আনসার সদস্য, ৪৫০ জন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্য, ৪৫০ জন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য, ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

মতবিনিময়ে পাঁচ মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা বক্তব্য রাখেন।

রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমানের সভাপতিত্বে এসময় নির্বাচন কমিশনারের সচিব হেলালুদ্দীন আহমদ, জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের, রাজশাহীর পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তারসহ প্রশাসনের উদ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

রাসিক

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর