অভিজিৎ হত্যায় আরও এক জঙ্গি গ্রেফতার
১৮ জুলাই ২০১৮ ১৭:১৩ | আপডেট: ১৮ জুলাই ২০১৮ ১৭:১৫
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: চট্টগ্রামে অভিযান চালিয়ে অভিজিৎ রায়সহ বেশ কয়েকজন ব্লগারকে হত্যা মামলার আসামি আনসার-আল-ইসলামের (এবিটি) এক শুরা সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
১৭ জুলাই, মঙ্গলবার পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
বুধবার (১৮ জুলাই) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের ডিসি মহিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
একাধিক নামে পরিচিত ২৭ বছর বয়সী ওই জঙ্গি নাম হিসেবে উল্লেখ করা হয়েছে, মো. শেখ আব্দুল্লাহ ওরফে জুবায়ের ওরফে জায়েদ ওরফে জাবেদ ওরফে আবু ওমায়ের।
ডিসি মহিবুল ইসলাম জানান, জুবায়ের এবিটির একজন সক্রিয় সদস্য। সে অভিজিৎ রায় ছাড়াও ব্লগার জুলহাস মান্নান, তনয় ও নাজিমুদ্দীন সামাদ হত্যা মামলায় জড়িত আসামি।
তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞসাবাদে সে জানিয়েছে, ২০১৩ সালে আনসার-আল-ইসলাম সংগঠনে যোগদান করে। এরপর চট্টগ্রামসহ সারাদেশে দাওয়াতি কাজ করত এবং সংগঠনের গোয়েন্দা শাখার প্রধান ছিল।’
‘আব্দুল্লাহ জঙ্গি সংগঠন এবিটির শুরা বোর্ডের একজন গুরুত্বপূর্ণ সদস্য। সে ব্লগার জুলহাস মান্নান, তনয়, নাজিমুদ্দীন সামাদ ও অভিজিত রায় হত্যাকান্ড সম্পর্কে বিভিন্ন তথ্যও প্রদান করেছে।’
এ ছাড়া তাকে ১০ দিনের পুলিশ রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান মহিবুল ইসলাম।
সারাবাংলা/ইউজে/জেডএফ/এমআই