Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্নিকাটের জায়গায় আসছেন রবার্ট মিলার


১৮ জুলাই ২০১৮ ১৩:৪৬ | আপডেট: ১৮ জুলাই ২০১৮ ২০:২২

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: কূটনীতিক আর্ল রবার্ট মিলার যুক্তরাষ্ট্রের পক্ষে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে দেশটির রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আস্থা অর্জন করেছেন।

যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষে সিনিটের অনুমোদন পেলেই আর্ল রবার্ট মিলার তার নতুন দায়িত্বে যোগ দেবেন।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্টদূত মার্শা বার্নিকাটের মেয়াদ শেষ হওয়াতে তার জায়গায় নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে। নতুন রাষ্ট্রদূত হিসেবে গত ১৭ জুলাই, মঙ্গলবার (বাংলাদেশ সময় গভীর রাত) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন আর্ল রবার্ট মিলারের নাম।

নবনিযুক্ত আর্ল রবার্ট মিলার বর্তমানে বতসোয়ানায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত কনস্যুল জেনারেল ছিলেন। এ ছাড়া তিনি ভারতের নয়াদিল্লি, ইরাকের বাগদাদ এবং ইন্দোনেশিয়ার জাকার্তায় যুক্তরাষ্ট্রের পক্ষে একাধিক পদে দায়িত্ব পালন করেন।

সাহস এবং সাফল্যের সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার স্টেট ডিপার্টমেন্টের ‘হিরোইজম’সহ একাধিক পদক পেয়েছেন।

তিনি যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষে ইউনাইটেড স্টেট মেরিন কর্প কমান্ড এন্ড স্টাফ কলেজ থেকে শিক্ষালাভ করেন।

সারাবাংলা/জেআইএল/এমআই

আর্ল বরার্ট মিলার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর