Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতালিতে বৃহত্তর ঢাকা সমিতির বর্ণাঢ্য শিক্ষা সফর 


১৮ জুলাই ২০১৮ ১৪:১৪

।। ইসমাইল হোসেন স্বপন, ইতালি থেকে ।।

ইতালি প্রবাসী আগামী প্রজন্মকে দেশ-বিদেশের ইতিহাস-ঐতিহ্য জানাতে বৃহত্তর ঢাকা সমিতি এক শিক্ষা সফরে দেশটির পেরুজা শহরের নৈশর্গিক স্থান ত্রাসিমেনোর কৃতিম হ্রদ এলাকায় ভ্রমণে যায়।

প্রবাসীরা সেখানে উৎসবে মেতে উঠে। রাজধানী রোম থেকে ২৫০ কিলোমিটার দূরের ঐ কৃতিম হ্রদ এলাকায় পৌছে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করে আমন্ত্রিত অতিথিরা।

এই শিক্ষা সফরে প্রধান অতিথি ছিলেন রোম দূতাবাসের প্রথম সচিব ইরফানুল হক। বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি কাজী মজসুর আহমেদ শিপু, সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ, জি এম কিবরিয়া, নূরে আলম সিদ্দিকী বাচ্চু, ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, আবু সাইদ খান, হাবীব চৌধুরী, আবদুর রব ফকির, আতিয়া রসুল কিটন, আবুল কালাম সায়মন, নায়না আহামেদ, জি এম ফারুক, মইনুল ইসলাম ময়না, অলিউদ্দিন শামীম, আব্দুর রশিদ, জসিমউদ্দিন মজুমদার, মাহামুদুল হাসান, মো. লিটন, মহিলা সংস্থার সভাপতি শান্তা সিকদার, সাধারণ সম্পাদক সৈয়দা আরিফাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। শেষে লাকি ড্র অনুষ্ঠিত হয়। এই ড্রতে দুটি বিমান টিকেটসহ বেশ কিছু পুরস্কার দেয়া হয়।

সারাবাংলা/এমঅাই

বিজ্ঞাপন

৪৫০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
১২ জানুয়ারি ২০২৫ ২২:৩১

আরো

সম্পর্কিত খবর